আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাচসাস-এর নিন্দা

ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণ

বিনোদন রিপোর্টার

ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণ

অভিনেতা ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের শুটিং স্পটে সময় টেলিভিশনের সাংবাদিক ও বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিব আল হাসানের সঙ্গে অপ্রত্যাশিতভাবে দুর্ব্যবহার করেন ইরফান সাজ্জাদ। এ ঘটনায় হতবাক হয় উপস্থিত সাংবাদিকরা।

বিজ্ঞাপন

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানিয়েছেন, একজন অভিনয়শিল্পীর কাছ থেকে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও অরুচিকর মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়। তারা বলেন, ‌‘এ আচরণ শুধু অপেশাদারই নয়, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের সামিল।’

বিবৃতিতে আরও বলা হয়, কোনো প্রতিবেদনে ইরফান সাজ্জাদ অসন্তুষ্ট হলে গণমাধ্যমের প্রচলিত নীতি অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোই ছিল যুক্তিযুক্ত। কিন্তু তা না করে সরাসরি সাংবাদিকের ওপর আক্রমণাত্মক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাচসাস এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...