
বিনোদন রিপোর্টার

আরটিভিতে প্রচার চলছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’র। ২৫০ পর্বের ধারাবাহিকটির এরই মধ্যে ৫০ পর্ব প্রচার হয়েছে। রোববার থেকে বুধবার রাত ৮টা ১০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ৫০ পর্ব প্রচার হলে দর্শকমহলে তুমুল সাড়া ফেলে।
আরটিভির পর্দায় তুর্কি এই ধারাবাহিকটি প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিকমাধ্যমে তাদের ভালো লাগার প্রতিক্রিয়া জানিয়েছেন।
মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার একমাত্র ছেলে, বাবা-ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে। একই সঙ্গে রোমান্টিক থ্রিল এই ধারাবাহিকটিতে একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তফা।
তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর। অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
ঘটনাক্রমে একদিন মোস্তফা জানতে পারে আইসেগুল শহরের সব থেকে বড় গডফাদার বাহরির মেয়ে। বাবা ছেলের গল্প আবার নতুন করে প্রেমে পড়া, প্রেম আবার গডফাদারের সঙ্গে দণ্ড। এভাবেই এগিয়ে যায় জনপ্রিয় তুর্কি ধারাবাহিক মোস্তফার গল্প।
মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত সিরিয়ালটি আইএমডিবি রেটিং ৮.২/১০।

আরটিভিতে প্রচার চলছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’র। ২৫০ পর্বের ধারাবাহিকটির এরই মধ্যে ৫০ পর্ব প্রচার হয়েছে। রোববার থেকে বুধবার রাত ৮টা ১০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ৫০ পর্ব প্রচার হলে দর্শকমহলে তুমুল সাড়া ফেলে।
আরটিভির পর্দায় তুর্কি এই ধারাবাহিকটি প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিকমাধ্যমে তাদের ভালো লাগার প্রতিক্রিয়া জানিয়েছেন।
মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার একমাত্র ছেলে, বাবা-ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে। একই সঙ্গে রোমান্টিক থ্রিল এই ধারাবাহিকটিতে একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তফা।
তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর। অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
ঘটনাক্রমে একদিন মোস্তফা জানতে পারে আইসেগুল শহরের সব থেকে বড় গডফাদার বাহরির মেয়ে। বাবা ছেলের গল্প আবার নতুন করে প্রেমে পড়া, প্রেম আবার গডফাদারের সঙ্গে দণ্ড। এভাবেই এগিয়ে যায় জনপ্রিয় তুর্কি ধারাবাহিক মোস্তফার গল্প।
মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত সিরিয়ালটি আইএমডিবি রেটিং ৮.২/১০।

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর রেখে যাওয়া অসমাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র নির্মাণকাজ শেষ করেন তাঁর ছেলে শাকের চিশতী। এবার মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি। তবে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার হবে।
৯ মিনিট আগে
জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ‘পোড়ামন ২’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু। সেই সিনেমাই আলোচনায় এনে দেয় রাফিকে, পাশাপাশি নায়ক সিয়াম আহমেদকেও। এরপর একসঙ্গে কাজ করেছেন ‘দামাল’-এ, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।
১ ঘণ্টা আগে
পাওয়ার ভয়েজখ্যাত সুকণ্ঠী গায়িকা ‘ইসমত আরা ইভা’ ইতিমধ্যে তার গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে শক্তিশালী আসন গড়েছেন। অন্যদিকে ‘হাবিব মোস্তফা’ মরমি গান, সুফি গান, ফোক গানের রচয়িতা-সুরকার হিসেবে মিউজিক ইন্ডাস্ট্রিতে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।
১ দিন আগে
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। বাংলাদেশের শহরে, গ্রামে গঞ্জে ও বিদেশে মনির খানের অসংখ্য ভক্ত রয়েছে। এখনো তারা মনির খানের নতুন গানের অপেক্ষায় থাকেন। মনির খানের জীবনে গীতিকার-সুরকার-সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের অনেক ভূমিকা রয়েছে।
২ দিন আগে