আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিনের পোস্ট, যা বললেন নুহাশ

বিনোদন ডেস্ক

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিনের পোস্ট, যা বললেন নুহাশ

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে তার প্রাক্তন স্ত্রী গুলতেকিন খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এই লেখাকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন হুমায়ূন আহমেদের ভক্তরা। অন্যদিকে গুলতেকিন খানের যন্ত্রণার সমব্যথী হয়েছেন একটি পক্ষ। দু’পক্ষের তীব্র প্রতিক্রিয়ায় চুপ থাকতে পারেননি হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের ছেলে তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ুন।

ফেসবুকে তিনিও জানিয়েছেন প্রতিক্রিয়া। গতকাল শনিবার সন্ধ্যায় ফেসবুকে নুহাশ লেখেন, ‘কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। একই সঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। এমনকি এও হতে পারে না যে, যে মরে গেছে তাকে অসম্মান করা হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শুক্রবার এক ফেসবুক পোস্টে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে সাংসারিক জীবনের একটি ঘটনা তুলে ধরেন প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। অল্প সময়ের মধ্যে ভাইরাল হয় তার সেই পোস্ট

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন