গানে ফেরার প্রত্যাশা ক্লোজআপ ওয়ান তারকা রিংকুর

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৮: ২০

সংগীতশিল্পী মশিউর রহমান রিংকুর কথা মনে আছে নিশ্চয়ই! ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাদের নজরে আসেন এই গায়ক। ফোক ঘরানার গান গেয়ে অল্প সময়েই তৈরি করেছিলেন নিজের ভক্তমহল। কিন্তু, ক্যারিয়ার শুরু হতেই মারাত্মক অসুস্থতার মুখে পড়েন এই গায়ক, এক রকম সরে আসেন গান থেকে। শোনা যায়, এই গায়ক চারবার স্ট্রোক করেছিলেন। ২০২০ সালেই স্ট্রোক করেছিলেন দুইবার। বলা বাহুল্য, গান দিয়ে শ্রোতাদের আনন্দ দেওয়া এই সংগীতশিল্পী এখন ভালো নেই। এখন এক পা প্যারালাইজড তার; হাঁটেন খুঁড়িয়ে।

বর্তমানে নিজ গ্রাম নওগাঁর আত্রাই উপজেলার বড় সাওতার বাড়িতেই রয়েছেন রিংকু। গান থেকে সরে যাওয়ায় গত বছর গণমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন এই গায়ক। সে সবই এখন চলে এলো ফের আলোচনায়। রিংকু তার শারীরিক অবস্থা প্রসঙ্গে জানিয়েছিলেন, রোগের সঙ্গে নিত্যদিন যুদ্ধ করছেন; স্ট্রোক হওয়াতে কথায়ও চলে আসে কিছুটা জড়তা। এদিকে গত শনিবার নওগাঁ শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত মিউজিক ফ্যাস্টিভ্যাল এবং বিজয় উৎসবে দেখা মেলে রিংকুর। অসুস্থ অবস্থায় তার গায়কি শুনে ভেঙে পড়েন তার অনেক ভক্ত। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই ভিডিওর ক্যাপশনে একজন লিখেছেন, ‘চেষ্টা, কষ্ট, আবেগ, উৎসাহ, অনুপ্রেরণা, অনুরোধ ও ভালোবাসার আরেক নাম মশিউর রহমান রিংকু। সে খুব অসুস্থ। তারপরও রিংকুর প্রতি দর্শক শ্রোতাদের যে ভালোবাসা আছে তা প্রমাণ হলো।’ সেখানে ভক্তদের মন্তব্য এমনÑ ‘আমরা তার জন্য দোয়া করি, সুস্থতা কামনা করি’।

বিজ্ঞাপন

এদিকে রিংকু আক্ষেপ করে একবার বলেছিলেন, এখন কেউ তার খবর নেয় না। তাকে নাকি কেউ কাজেও লাগায় না। বলেন, ‘ইন্ডাস্ট্রির মানুষ স্বার্থপর। আমি অসুস্থ হওয়ার পর কারো কাছ থেকে তেমন সহায়তা পাইনি। ক্লোজ-আপ ওয়ানের বন্ধুরাও খবর নেয় না।’ রিংকুর এই কথাগুলো ভক্তদের মনে মোচড়ও কাটে! এক ভক্ত সম্প্রতি তার ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘চারবার স্ট্রোক, ভেঙে পড়া স্বপ্ন— গায়ক রিংকুর জীবনের গল্প যেন হাহাকারে ভরা। চলো সবাই মিলে রিংকুর জন্য দোয়া করি।’ তবে ভক্তদের আশার কথা শুনিয়ে রিংকু এও বলেছিলেন, ‘আমি আগের চেয়ে কিছুটা ভালো। হয়তো আরো ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে গানে ফিরতে পারব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত