মিটফোর্ডের ঘটনায় বাঁধনের ক্ষোভ

আমরা আশা করেছিলাম পরিস্থিতি বদলে যাবে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৬: ৫২
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৬: ৫৯

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মাথায় ও বুকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। শুক্রবার হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশবাসী। চলছে প্রতিবাদ। সোশ্যাল মিডিয়াও উত্তাল এ ঘটনাকে কেন্দ্র করে।

এ ঘটনা নাড়া দিয়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কণ্ঠেও ফুটে উঠল তীব্র প্রতিবাদ ও হতাশা।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘এটা একটা মর্মান্তিক চিত্র। কাউকে এভাবে হত্যা করতে দেখেও অন্যরা সেখানে দাঁড়িয়ে ছিল। এটা কীভাবে সম্ভব? কোন ধরনের দেশে বাস করছি আমরা? মানুষ দাঁড়িয়ে দেখলো কিন্তু কেও কিছুই করেনি। কতটা ভয়াবহ? আমি আর কী বলব জানি না। আর কেউ কি এটা অনুভব করছে? মনে হচ্ছে না যে আমরা নরকে বাস করছি? আর সরকার? সবসময়ের মতো নীরব। তারা কোথায়? কেন তারা কথা বলে না? কেন তারা কোন পদক্ষেপ নেয় না? কীভাবে এত নিষ্ঠুর হতে পারে?’

নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বাঁধন লেখেন, ‘আমি কি এই দেশে নিরাপদ? আমি যা অনুভব করি তা বলার অনুমতি সত্যি কি আছে আমার? নাকি শুধু সত্য বলার জন্য পরবর্তী টার্গেট আমি হব।’

মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগের হত্যার ঘটনায় বাঁধনের পরিবারও উদ্বিগ্ন বলে জানালেন। তিনি লেখেন, আমার বাবা-মা আমার নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত। আর আমার মেয়ে যে শুধু আমাকেই পেয়েছে। তার পুরো পৃথিবী আমি। কিন্তু এই রকম একটা দেশে আমি তাকে কীভাবে রক্ষা করব? আমরা কেমন দেশে বাস করছি? এখানে কোন নিরাপত্তা নেই। মনের শান্তি নেই।’

নতুন বাংলাদেশ নিয়ে নিজের হতাশার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ‘আমরা আশা করেছিলাম পরিস্থিতি বদলে যাবে। আমরা আরও ভালো, নিরাপদ জীবনের স্বপ্ন দেখেছিলাম। একটি নতুন সরকার এল। আমরা বিশ্বাস করেছিলাম, আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন আমরা যা দেখছি তা ভয়াবহ। আর যদি নির্বাচিত সরকারের কোন বাস্তব দৃষ্টিভঙ্গি না থাকে, পরিবর্তন আনার সাহস না থাকে— তাহলে লাভ কী? আমি ভীত। আমি ক্ষুব্ধ। আর সবকিছুর চেয়েও বেশি হল আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত