বিটিভতে আগামীকাল তারকা তর্ক ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৯: ১০

কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় বিটিভিতে আগামীকাল রবিবার প্রচারিত হবে তারকা তর্ক। ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর’ শিরোনামে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ কাজল, শিল্পী খুরশিদ আলম, শিল্পী আলম আরা মিনু এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি ।

এ অনুষ্ঠান প্রসঙ্গে কবি আসাদ কাজল বলেন, ‘উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সত্যিই ভালো লেগেছে। কারন তারকা তর্কে বলতে পেরেছি ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর’ শিরোনামে পুরুষ সুন্দরের স্বপক্ষে নানা যুক্তি । তুলে ধরতে পেরেছি নানা যুক্তি ।’

কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর এর পক্ষে বিপক্ষে উভয় পক্ষই ভালো বলেছেন । তারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেছেন ।’

মো. নাসির উদ্দিনের প্রযোজনায় এ অনুষ্ঠানটি প্রচারিত হবে রবিবার সন্ধ্যা ৭টায় বিটিভিতে৷

বিষয়:

বিটিভি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত