বিনোদন ডেস্ক
কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান, কখনো দ্রোহ, প্রেম আর বিরহ-আষাঢ়ের ঝলমলে সন্ধ্যায় হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ান বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাঁকে সঙ্গ দেন অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন।
গান ও কবিতার যুগলবন্দি এ অনুষ্ঠানের আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। আগামীকাল রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ এ অনুষ্ঠান ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’।
শামা রহমান এবং আফজাল হোসেনের পরিবেশনায় ১১ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।
সারাহ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শামা রহমান কণ্ঠে তোলেন রবীন্দ্রনাথের মোহজাগানিয়া সেই গান ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আষাঢ়’ কবিতাটি আবৃত্তি করেন আফজাল হোসেন। আবৃত্তি শেষে ‘আবার এসেছে আষাঢ়’ পরিবেশন করেন শামা রহমান। এরপর জীবনানন্দ দাশের ‘পঁচিশ বছর পরে’, ‘আকাশলীনা’সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেন আফজাল।
অন্যদিকে শামা রহমান পরিবেশন করেন ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘ও যে মানে না মানা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘মেঘের পর মেঘ জমেছে’, ‘এসো হে নিশীথ রাতে’ সহ আরও অনেক গান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, বিন্দু, রুনা খানসহ আরও অনেকে।
কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান, কখনো দ্রোহ, প্রেম আর বিরহ-আষাঢ়ের ঝলমলে সন্ধ্যায় হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ান বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাঁকে সঙ্গ দেন অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন।
গান ও কবিতার যুগলবন্দি এ অনুষ্ঠানের আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। আগামীকাল রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ এ অনুষ্ঠান ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’।
শামা রহমান এবং আফজাল হোসেনের পরিবেশনায় ১১ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।
সারাহ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শামা রহমান কণ্ঠে তোলেন রবীন্দ্রনাথের মোহজাগানিয়া সেই গান ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আষাঢ়’ কবিতাটি আবৃত্তি করেন আফজাল হোসেন। আবৃত্তি শেষে ‘আবার এসেছে আষাঢ়’ পরিবেশন করেন শামা রহমান। এরপর জীবনানন্দ দাশের ‘পঁচিশ বছর পরে’, ‘আকাশলীনা’সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেন আফজাল।
অন্যদিকে শামা রহমান পরিবেশন করেন ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘ও যে মানে না মানা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘মেঘের পর মেঘ জমেছে’, ‘এসো হে নিশীথ রাতে’ সহ আরও অনেক গান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, বিন্দু, রুনা খানসহ আরও অনেকে।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৩ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৪ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৫ ঘণ্টা আগে