ডেস্ক রিপোর্ট
২০২৩ সালের ঘটনা । ‘গদর ২’ সিনেমা ৯০ দশকের মানুষের কাছে একটি নস্টালজিক অনুভূতি নিয়ে এসেছিল। বহু বছর পর সাকিনা ও তারা সিংয়ের সেই প্রেম দেখে খুশি হয়েছিলেন দর্শকরা। তবে এই আইকনিক ভূমিকায় অভিনয় করতে গিয়ে জীবন নিয়ে শঙ্কায় পড়ে যান বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। কী হয়েছিল সেদিন সিনেমা সেটে, জানালেন অভিনেত্রী?
এক সাক্ষাৎকারে সম্প্রতি আমিশা বলেন, একটি সিনে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হবে। আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম পানি গরম আছে কিনা। তিনি বললেন পানি গরম থাকবে, আমি যেন টেনশন না করি। যখন শট দিতে যাই, দেখি পানি কনকনে ঠান্ডা।
পাতলা সালোয়ার-কামিজ পরা ছিলাম। যখন আমার ওপর পানি ঢালা হয়, রীতিমতো কাঁপছিলাম। বরফের মতো ঠান্ডা ছিল পানি। শুটিং শুরু হলো। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে- বলছিলেন আমিশা।
অভিনেত্রী বলেন, শুট শেষ হওয়ার পর সহকর্মীরা আমাকে ব্র্যান্ডি দেন, পা ঘষে দেন। কিন্তু আমার শরীর ঠান্ডায় বরফের মতো জমে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তড়িঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টা জ্ঞান ছিল না আমার। সবাই ভেবেছিলেন আমি বাঁচব না, মারা গেছি।
৪ ঘণ্টা পর যখন চোখ মেললাম, সবাই স্বস্তির নিশ্বাস ফেললেন। বুঝতে পারি ভীষণ টেনশনে ছিলেন তারা। এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল, আমার মনে নেই- বলেন আমিশা।
সানি দেওল প্রসঙ্গে নায়িকা বলেন, সানি স্যার আমাকে খুব সাহায্য করেছিলেন। ব্লাডপ্রেসার মেশিন এনে রক্তচাপ মাপেন, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপেন। চিকিৎসক ডেকে আনেন।
প্রসঙ্গত, ‘গদর ২’ প্রায় ৫০০ কোটি রুপি আয় করে। শুধু আয়ের দিক থেকে নয়, জনপ্রিয়তায় সিনেমাটি এগিয়ে ছিল।
২০২৩ সালের ঘটনা । ‘গদর ২’ সিনেমা ৯০ দশকের মানুষের কাছে একটি নস্টালজিক অনুভূতি নিয়ে এসেছিল। বহু বছর পর সাকিনা ও তারা সিংয়ের সেই প্রেম দেখে খুশি হয়েছিলেন দর্শকরা। তবে এই আইকনিক ভূমিকায় অভিনয় করতে গিয়ে জীবন নিয়ে শঙ্কায় পড়ে যান বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। কী হয়েছিল সেদিন সিনেমা সেটে, জানালেন অভিনেত্রী?
এক সাক্ষাৎকারে সম্প্রতি আমিশা বলেন, একটি সিনে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হবে। আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম পানি গরম আছে কিনা। তিনি বললেন পানি গরম থাকবে, আমি যেন টেনশন না করি। যখন শট দিতে যাই, দেখি পানি কনকনে ঠান্ডা।
পাতলা সালোয়ার-কামিজ পরা ছিলাম। যখন আমার ওপর পানি ঢালা হয়, রীতিমতো কাঁপছিলাম। বরফের মতো ঠান্ডা ছিল পানি। শুটিং শুরু হলো। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে- বলছিলেন আমিশা।
অভিনেত্রী বলেন, শুট শেষ হওয়ার পর সহকর্মীরা আমাকে ব্র্যান্ডি দেন, পা ঘষে দেন। কিন্তু আমার শরীর ঠান্ডায় বরফের মতো জমে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তড়িঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টা জ্ঞান ছিল না আমার। সবাই ভেবেছিলেন আমি বাঁচব না, মারা গেছি।
৪ ঘণ্টা পর যখন চোখ মেললাম, সবাই স্বস্তির নিশ্বাস ফেললেন। বুঝতে পারি ভীষণ টেনশনে ছিলেন তারা। এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল, আমার মনে নেই- বলেন আমিশা।
সানি দেওল প্রসঙ্গে নায়িকা বলেন, সানি স্যার আমাকে খুব সাহায্য করেছিলেন। ব্লাডপ্রেসার মেশিন এনে রক্তচাপ মাপেন, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপেন। চিকিৎসক ডেকে আনেন।
প্রসঙ্গত, ‘গদর ২’ প্রায় ৫০০ কোটি রুপি আয় করে। শুধু আয়ের দিক থেকে নয়, জনপ্রিয়তায় সিনেমাটি এগিয়ে ছিল।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১৪ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩০ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে