বিনোদন রিপোর্টার
খুব অল্প সময়েই ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে অভিনয়ে বাজিমাত করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা মীর রাব্বি। এই সময়ে ভিন্ন ঘরানার গল্পের নাটকগুলোতে কিংবা শর্টফিল্মে মীর রাব্বি অভিনীত চরিত্রগুলো বেশ চ্যালেঞ্জিং।
গতবছর ভালোবাসা দিবসে প্রকাশিত জাহিদ প্রীতমের নাটক ‘বুক পকেটের গল্প’ থেকে তার অভিনয়ের প্রতি দর্শকের ভালোলাগা শুরু হয়েছিলো। এরপর ‘তিলোত্তমা’, ‘কেন দেখা হলোনা’, ‘স্কুল গেট’, ‘ইন্টারনশীপ’, শর্টফিল্ম ‘ম্যাসেঞ্জার’সহ আরো বেশকিছু কাজ মীর রাব্বিকে দর্শকের কাছে পরিচিত করে তুলেছেন একজন জাত অভিনেতা হিসেবে।
বর্তমানে মীর রাব্বি ভীষণ আশাবাদী তার অভিনীত দুটি সিনেমা নিয়ে। সিনেমা দুটি হলো শাহরিয়ার পলকের ‘বুকলের বুকে রক্ত করবী’ ও নূর ইমরান মিঠুর ‘কুড়কাব’। এই দুটি সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত আর শতভাগ সন্তুষ্ট। অধীর অপেক্ষায় আছেন তিনি এই দুটি সিনেমা মুক্তির।
কেন এমন অপেক্ষা? জবাবে মীর রাব্বি বলেন, ‘বকুলের বুকে রক্ত করবীর গল্প বলে যাওয়ার ধরনটা সচরাচর গল্প বলার চেয়ে আলাদা। খুব সরল ভঙ্গিতে একটা জার্নি দেখানোর চেষ্টা করা হয়েছে যা অন্যান্য সিনেমার চেয়ে একেবারেই আলাদা। আর ‘কুড়কাব’ সিনেমার গল্পটা গল্পের লেখক দীর্ঘ ১৭ বছর ধরে লিখেছেন। শুধু এতোটুকু বলতে চাই যে সুন্দরবনের ভেতরে এমন জনপদ আছে যা সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। তেমন জনপদের গল্পই তুলে ধরা হয়েছে। য কারণে আসলে আমি দুটি সিনেমা নিয়েই ভীষণ উচ্ছ্বসিত। কাজও করেও আমি ভীষন সন্তুষ্ট। আমি খুউব খুউব আশাবাদী এই দুটি সিনেমা নিয়ে।’
মীর রাব্বির বাবা মীর রেজাউল করিম। মা নূরুন্নাহার রুবি। ঢাকা কলেজ থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। এরইমধ্যে তিনি জাহিদ প্রীতমের নির্দেশনায় ‘এমনও দিনে তারে বলা যায়’ নামক একটি ফিকশনের কাজ সম্পন্ন করেছেন। রাব্বি ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করেন। ২০০৫ সালে রেডিও টুডেতে ‘আউটডোর ব্রডকাস্টার’ হিসেবে তার চাকুরী জীবন শুরু হয়। এরপর আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
খুব অল্প সময়েই ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে অভিনয়ে বাজিমাত করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা মীর রাব্বি। এই সময়ে ভিন্ন ঘরানার গল্পের নাটকগুলোতে কিংবা শর্টফিল্মে মীর রাব্বি অভিনীত চরিত্রগুলো বেশ চ্যালেঞ্জিং।
গতবছর ভালোবাসা দিবসে প্রকাশিত জাহিদ প্রীতমের নাটক ‘বুক পকেটের গল্প’ থেকে তার অভিনয়ের প্রতি দর্শকের ভালোলাগা শুরু হয়েছিলো। এরপর ‘তিলোত্তমা’, ‘কেন দেখা হলোনা’, ‘স্কুল গেট’, ‘ইন্টারনশীপ’, শর্টফিল্ম ‘ম্যাসেঞ্জার’সহ আরো বেশকিছু কাজ মীর রাব্বিকে দর্শকের কাছে পরিচিত করে তুলেছেন একজন জাত অভিনেতা হিসেবে।
বর্তমানে মীর রাব্বি ভীষণ আশাবাদী তার অভিনীত দুটি সিনেমা নিয়ে। সিনেমা দুটি হলো শাহরিয়ার পলকের ‘বুকলের বুকে রক্ত করবী’ ও নূর ইমরান মিঠুর ‘কুড়কাব’। এই দুটি সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত আর শতভাগ সন্তুষ্ট। অধীর অপেক্ষায় আছেন তিনি এই দুটি সিনেমা মুক্তির।
কেন এমন অপেক্ষা? জবাবে মীর রাব্বি বলেন, ‘বকুলের বুকে রক্ত করবীর গল্প বলে যাওয়ার ধরনটা সচরাচর গল্প বলার চেয়ে আলাদা। খুব সরল ভঙ্গিতে একটা জার্নি দেখানোর চেষ্টা করা হয়েছে যা অন্যান্য সিনেমার চেয়ে একেবারেই আলাদা। আর ‘কুড়কাব’ সিনেমার গল্পটা গল্পের লেখক দীর্ঘ ১৭ বছর ধরে লিখেছেন। শুধু এতোটুকু বলতে চাই যে সুন্দরবনের ভেতরে এমন জনপদ আছে যা সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। তেমন জনপদের গল্পই তুলে ধরা হয়েছে। য কারণে আসলে আমি দুটি সিনেমা নিয়েই ভীষণ উচ্ছ্বসিত। কাজও করেও আমি ভীষন সন্তুষ্ট। আমি খুউব খুউব আশাবাদী এই দুটি সিনেমা নিয়ে।’
মীর রাব্বির বাবা মীর রেজাউল করিম। মা নূরুন্নাহার রুবি। ঢাকা কলেজ থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। এরইমধ্যে তিনি জাহিদ প্রীতমের নির্দেশনায় ‘এমনও দিনে তারে বলা যায়’ নামক একটি ফিকশনের কাজ সম্পন্ন করেছেন। রাব্বি ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করেন। ২০০৫ সালে রেডিও টুডেতে ‘আউটডোর ব্রডকাস্টার’ হিসেবে তার চাকুরী জীবন শুরু হয়। এরপর আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩৭ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
১ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে