দুই সিনেমায় মীর রাব্বি

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৯: ০০

খুব অল্প সময়েই ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে অভিনয়ে বাজিমাত করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা মীর রাব্বি। এই সময়ে ভিন্ন ঘরানার গল্পের নাটকগুলোতে কিংবা শর্টফিল্মে মীর রাব্বি অভিনীত চরিত্রগুলো বেশ চ্যালেঞ্জিং।

গতবছর ভালোবাসা দিবসে প্রকাশিত জাহিদ প্রীতমের নাটক ‘বুক পকেটের গল্প’ থেকে তার অভিনয়ের প্রতি দর্শকের ভালোলাগা শুরু হয়েছিলো। এরপর ‘তিলোত্তমা’, ‘কেন দেখা হলোনা’, ‘স্কুল গেট’, ‘ইন্টারনশীপ’, শর্টফিল্ম ‘ম্যাসেঞ্জার’সহ আরো বেশকিছু কাজ মীর রাব্বিকে দর্শকের কাছে পরিচিত করে তুলেছেন একজন জাত অভিনেতা হিসেবে।

বিজ্ঞাপন

বর্তমানে মীর রাব্বি ভীষণ আশাবাদী তার অভিনীত দুটি সিনেমা নিয়ে। সিনেমা দুটি হলো শাহরিয়ার পলকের ‘বুকলের বুকে রক্ত করবী’ ও নূর ইমরান মিঠুর ‘কুড়কাব’। এই দুটি সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত আর শতভাগ সন্তুষ্ট। অধীর অপেক্ষায় আছেন তিনি এই দুটি সিনেমা মুক্তির।

কেন এমন অপেক্ষা? জবাবে মীর রাব্বি বলেন, ‘বকুলের বুকে রক্ত করবীর গল্প বলে যাওয়ার ধরনটা সচরাচর গল্প বলার চেয়ে আলাদা। খুব সরল ভঙ্গিতে একটা জার্নি দেখানোর চেষ্টা করা হয়েছে যা অন্যান্য সিনেমার চেয়ে একেবারেই আলাদা। আর ‘কুড়কাব’ সিনেমার গল্পটা গল্পের লেখক দীর্ঘ ১৭ বছর ধরে লিখেছেন। শুধু এতোটুকু বলতে চাই যে সুন্দরবনের ভেতরে এমন জনপদ আছে যা সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। তেমন জনপদের গল্পই তুলে ধরা হয়েছে। য কারণে আসলে আমি দুটি সিনেমা নিয়েই ভীষণ উচ্ছ্বসিত। কাজও করেও আমি ভীষন সন্তুষ্ট। আমি খুউব খুউব আশাবাদী এই দুটি সিনেমা নিয়ে।’

মীর রাব্বির বাবা মীর রেজাউল করিম। মা নূরুন্নাহার রুবি। ঢাকা কলেজ থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। এরইমধ্যে তিনি জাহিদ প্রীতমের নির্দেশনায় ‘এমনও দিনে তারে বলা যায়’ নামক একটি ফিকশনের কাজ সম্পন্ন করেছেন। রাব্বি ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করেন। ২০০৫ সালে রেডিও টুডেতে ‘আউটডোর ব্রডকাস্টার’ হিসেবে তার চাকুরী জীবন শুরু হয়। এরপর আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত