জুয়াকের আয়োজনে লন্ডনে জাবির প্রাক্তনদের মিলনমেলা

প্রবাস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৮: ১৬
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৮: ২৬

লন্ডনের ফ্যেয়ারলোপ ওয়াটার পার্কে গত ২৪ আগস্ট, রোববার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালুমনি এসোসিয়েশন ইন ইউকে (জুয়াক)-এর উদ্যোগে দিনব্যাপী বনভোজনের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে মুহূর্তেই ফ্যেয়ারলোপ ওয়াটার পার্ক পরিণত হয় বিলেতের বুকে এক টুকরো জাহাঙ্গীরনগরে।

প্রবাসের মাটিতে দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তনরা দিনভর সময় কাটান আনন্দ-উল্লাসে। শিশু-কিশোরদের জন্য জুয়াকের যুগ্ম সাধারণ সম্পাদিকা জাহানারা আক্তার শিমলার তত্ত্বাবধানে ছিল নানান মজার খেলা ও পুরস্কারের আয়োজন।

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইনান, সাংস্কৃতিক সম্পাদিকা আঁচল এবং অর্থ সম্পাদক মো. আলীর তত্ত্বাবধানে পরিবেশিত হয় সুস্বাদু বাংলাদেশি খাবার, যা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচ থেকে শুরু করে ৪৮তম ব্যাচ পর্যন্ত প্রাক্তনদের উপস্থিতিতে এটি পরিণত হয় নবীন-প্রবীণ প্রাক্তনদের এক মিলনমেলায়।

জুয়াক সভাপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু জানান, “প্রতি বছর গ্রীষ্মকালে জুয়াকের উদ্যোগে এ ধরনের বনভোজনের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো প্রাক্তনদের মধ্যে শুধু সম্পর্ক রক্ষা নয়, বরং পরিবার থেকে পরিবারে বন্ধন সৃষ্টি করা।”

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালুমনি এসোসিয়েশন ইন ইউকে (জুয়াক) প্রাক্তনদের একমাত্র নিবন্ধিত সংগঠন হিসেবে প্রতি বছর তিন থেকে চারটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত