ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনা পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে ক্যাজুয়ালটি ও ওটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মনের উত্তপ্ত বাকবিতণ্ডা ও অশোভন আচরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শোকজ জারি করেছে হাসপাতাল প্রশাসন।
শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ে ‘নবীনতম অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে যোগদানের আগে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা এবং স্টাফদের উপস্থিতি বিষয়ে একাধিক প্রশ্ন তোলেন। প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন উত্তেজিত হলে ডিজি ও তার মধ্যে তর্ক-বিতর্ক চরমে পৌঁছায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনুদ্দিন বলেন, পরিদর্শনকালে মহাপরিচালকের সঙ্গে ডা. ধনদেব চন্দ্র বর্মণ সরকারি বিধি ভঙ্গ করে অসদাচরণ ও তর্কে জড়িয়েছেন। এ কারণেই তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, শনিবার বিকেলে হাসপাতাল প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিকেল ৪টার দিকে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ জারি করেন।
এ ঘটনায় ইতোমধ্যেই হাসপাতালজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর আগে হাসপাতালের চিকিৎসাসেবা, অনিয়ম-দুর্নীতি, দালালচক্রের দৌরাত্ম্য, রোগীর প্রতি দুর্ব্যবহার ও হয়রানির প্রতিবাদে নাগরিক সমাজ মানববন্ধন ও সমাবেশ করে। তারা অভিযোগ করে বলেন, চিকিৎসক-নার্স ও কর্মচারীদের একটি অংশ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। ট্রলিবয়রা রোগী পরিবহনে টাকা দাবি করছেন এবং অনেককে বাইরের ক্লিনিকে নিয়ে কমিশন বাণিজ্য করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি প্রক্রিয়াতেও দালালদের দৌরাত্ম্য রয়েছে।
নাগরিক সমাজের দাবি, হাসপাতালের সার্বিক অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং হাসপাতাল পরিচালকের অপসারণ প্রয়োজন।
উল্লেখ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে ২০২৩ সালের ৮ আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন ধনদেব চন্দ্র বর্মণ। চলতি বছরের জুলাই মাসে আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি।

