জকসু নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

প্রতিনিধি, জবি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮: ১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিনে প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা তফসিল ও আচরণবিধি নিয়ে কাজ করছি। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে নির্বাচনের তারিখ। একইসাথে চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে। আপাতত এর বেশি কিছু বলতে চাই না, সব বিস্তারিত জানানো হবে আগামীকালকের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে।”

বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি ও প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মোস্তফা হাসান বলেন, “আমরা তাদের দাবিগুলো শুনেছি। তবে এখনই এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না।”

জানা যায়, এর আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে জকসু বিধিমালা পাস হয়। পরদিন (২৯ অক্টোবর) গঠন করা হয় পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর রাতে প্রকাশ করা হয় জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি, যেখানে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে ২ নভেম্বর আচরণবিধি ও সম্ভাব্য তারিখ নিয়ে ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত