আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গবেষণা অনুদান পেলেন রাবিপ্রবির ১৩ শিক্ষক

প্রতিনিধি, রাবি

গবেষণা অনুদান পেলেন রাবিপ্রবির ১৩ শিক্ষক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষকবৃন্দকে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের গবেষণা খাতের অধীন অনুমোদিত গবেষণা প্রকল্পের বিপরীতে গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদান করা হয়েছে। এতে পাঁচটি বিভাগের ১৩ জন শিক্ষককে মোট একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকার আর্থিক গবেষণা-অনুদান প্রদান করা হয়।

গতকাল সোমবার রাবিপ্রবি’র রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) এর উদ্যোগে সকাল ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের গবেষণা প্রকল্পের মেথোডলজি, গবেষণার উদ্দেশ্য-পরিধি, তথ্য-উপাত্ত সংগ্রহ পদ্ধতিসহ গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন।

এসময় রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বলেন, চলমান এই গবেষণা প্রকল্পসমূহ সম্পন্ন হলে গবেষণাপত্রগুলো অনুরুপ গবেষণাক্ষেত্রে জাতীয় পর্যায়ের গবেষণায় অবদান রাখবে।

বিশেষত কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়ন, আহরণ ও বিপণন সম্পর্কে নতুন জ্ঞান-প্রকৌশল-প্রযুক্তি বিকাশে সহায়তা করবে। এছাড়াও তিনি শিক্ষকবৃন্দকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টি, একাডেমিক সততা বজায় রেখে গবেষণা পরিচালনা, রাবিপ্রবি'র সুনাম ও র‌্যাঙ্কিং বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করার আহবান জানান।

রাবিপ্রবির রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন