
তথ্যপ্রযুক্তি ডেস্ক

ঘোরাঘুরি হোক বা নিজ শহরেই রাস্তা খোঁজা গুগল ম্যাপ এখন আমাদের দৈনন্দিন সঙ্গী। শুধু পথনির্দেশ নয়, এই অ্যাপে এমন কিছু সুবিধা আছে যা জানলে যাত্রা হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। অনেকেই এসব ফিচার সম্পর্কে জানেন না, অথচ ব্যবহার করলে সময় ও ঝামেলা দুটোই কমে যাবে।
১. ইন্টারনেট ছাড়াই কাজ করবে অফলাইন ম্যাপ
ভ্রমণের সময় ইন্টারনেট না থাকলেও দিক হারাতে হবে না। আগে থেকেই নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখলে সেটি অফলাইনেও ব্যবহার করা যায়।
এর জন্য গুগল ম্যাপ খুলে জায়গার নাম সার্চ করুন → উপরের তিনটি ডট আইকনে চাপ দিন → তারপর ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’ সিলেক্ট করুন।
২. লাইভ ট্রাফিক জানাবে যানজটের অবস্থা
ঢাকা বা চট্টগ্রামের মতো ব্যস্ত শহরে রাস্তায় বের হওয়ার আগে ট্রাফিক অবস্থা জানা খুবই জরুরি।
গুগল ম্যাপের ‘ট্রাফিক লেয়ার’ অন করলে রাস্তায় কোথায় যানজট বা দুর্ঘটনা ঘটেছে, তা রঙ দেখে বোঝা যায়— সবুজ মানে ফাঁকা রাস্তা, কমলা মাঝারি ভিড় আর লাল তীব্র যানজট।
৩. নিরাপদ ভ্রমণের জন্য লোকেশন শেয়ারিং
ভ্রমণের সময় পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে অবস্থান শেয়ার করা এখন আরও সহজ।
‘লোকেশন শেয়ারিং’ চালু করে নির্দিষ্ট সময়ের জন্য আপনার অবস্থান পাঠানো যায়। এতে প্রিয়জনেরা রিয়েল টাইমে আপনার অবস্থান দেখতে পারবেন— বিশেষ করে রাতে একা ভ্রমণের সময় এটি বেশ কার্যকর।
৪. টাইমলাইন জানাবে আপনার চলাফেরার ইতিহাস
গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপনার ভ্রমণ ইতিহাস ‘টাইমলাইন’-এ সংরক্ষণ করে রাখে।
চাইলে দেখতে পারবেন কোন দিনে কোথায় গিয়েছিলেন, কতক্ষণ ছিলেন এবং কীভাবে ভ্রমণ করেছিলেন। এটি ভ্রমণ পরিকল্পনা বা ব্যয় হিসাব রাখতেও সহায়ক।
৫. রাস্তা চিনতে সাহায্য করবে লাইভ ভিউ
অচেনা এলাকায় পথ খুঁজতে বিভ্রান্ত হলে ‘লাইভ ভিউ’ ফিচার কাজে আসে। ক্যামেরা অন করলে ফোনের স্ক্রিনে বাস্তব রাস্তার ওপরই তীরচিহ্ন ও নির্দেশনা দেখা যায়। ফলে বাস্তব দৃশ্যের সঙ্গে ম্যাপের তথ্য মিলিয়ে সহজেই দিক নির্ধারণ করা যায়।
গুগল ম্যাপ এখন আর কেবল পথনির্দেশক নয়, বরং একটি পূর্ণাঙ্গ ভ্রমণ সহচর। এই পাঁচটি ফিচার ব্যবহার করলে আপনার প্রতিটি যাত্রা হবে আরও সহজ, স্মার্ট ও নিশ্চিন্ত।

ঘোরাঘুরি হোক বা নিজ শহরেই রাস্তা খোঁজা গুগল ম্যাপ এখন আমাদের দৈনন্দিন সঙ্গী। শুধু পথনির্দেশ নয়, এই অ্যাপে এমন কিছু সুবিধা আছে যা জানলে যাত্রা হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। অনেকেই এসব ফিচার সম্পর্কে জানেন না, অথচ ব্যবহার করলে সময় ও ঝামেলা দুটোই কমে যাবে।
১. ইন্টারনেট ছাড়াই কাজ করবে অফলাইন ম্যাপ
ভ্রমণের সময় ইন্টারনেট না থাকলেও দিক হারাতে হবে না। আগে থেকেই নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখলে সেটি অফলাইনেও ব্যবহার করা যায়।
এর জন্য গুগল ম্যাপ খুলে জায়গার নাম সার্চ করুন → উপরের তিনটি ডট আইকনে চাপ দিন → তারপর ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’ সিলেক্ট করুন।
২. লাইভ ট্রাফিক জানাবে যানজটের অবস্থা
ঢাকা বা চট্টগ্রামের মতো ব্যস্ত শহরে রাস্তায় বের হওয়ার আগে ট্রাফিক অবস্থা জানা খুবই জরুরি।
গুগল ম্যাপের ‘ট্রাফিক লেয়ার’ অন করলে রাস্তায় কোথায় যানজট বা দুর্ঘটনা ঘটেছে, তা রঙ দেখে বোঝা যায়— সবুজ মানে ফাঁকা রাস্তা, কমলা মাঝারি ভিড় আর লাল তীব্র যানজট।
৩. নিরাপদ ভ্রমণের জন্য লোকেশন শেয়ারিং
ভ্রমণের সময় পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে অবস্থান শেয়ার করা এখন আরও সহজ।
‘লোকেশন শেয়ারিং’ চালু করে নির্দিষ্ট সময়ের জন্য আপনার অবস্থান পাঠানো যায়। এতে প্রিয়জনেরা রিয়েল টাইমে আপনার অবস্থান দেখতে পারবেন— বিশেষ করে রাতে একা ভ্রমণের সময় এটি বেশ কার্যকর।
৪. টাইমলাইন জানাবে আপনার চলাফেরার ইতিহাস
গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপনার ভ্রমণ ইতিহাস ‘টাইমলাইন’-এ সংরক্ষণ করে রাখে।
চাইলে দেখতে পারবেন কোন দিনে কোথায় গিয়েছিলেন, কতক্ষণ ছিলেন এবং কীভাবে ভ্রমণ করেছিলেন। এটি ভ্রমণ পরিকল্পনা বা ব্যয় হিসাব রাখতেও সহায়ক।
৫. রাস্তা চিনতে সাহায্য করবে লাইভ ভিউ
অচেনা এলাকায় পথ খুঁজতে বিভ্রান্ত হলে ‘লাইভ ভিউ’ ফিচার কাজে আসে। ক্যামেরা অন করলে ফোনের স্ক্রিনে বাস্তব রাস্তার ওপরই তীরচিহ্ন ও নির্দেশনা দেখা যায়। ফলে বাস্তব দৃশ্যের সঙ্গে ম্যাপের তথ্য মিলিয়ে সহজেই দিক নির্ধারণ করা যায়।
গুগল ম্যাপ এখন আর কেবল পথনির্দেশক নয়, বরং একটি পূর্ণাঙ্গ ভ্রমণ সহচর। এই পাঁচটি ফিচার ব্যবহার করলে আপনার প্রতিটি যাত্রা হবে আরও সহজ, স্মার্ট ও নিশ্চিন্ত।

৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক পুরকৌশল বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মো: তামিম আহমেদ (দৈনিক মানবকাল) দপ্তর সম্পাদক কম্পিউটার বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (তালাশ বিডি)। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক প্রকৌশল বিভ
২ মিনিট আগে
স্মারকলিপিতে বলা হয়, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জকসু নির্বাচন আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পাস করতে সময় লাগায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন প্রশাসনের জন্য জটিল হতে পারে।
২৩ মিনিট আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর আবেদন-প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২ ডিসেম্বর নাগাদ। আবেদনকারীরা ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
২৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত সাইবার বুলিং,ছবি বিকৃতি ও মানহানিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে আদর্শ মহিলা শিক্ষক ফেডারেশন এবং পেশাজীবী মহিলা ফোরাম।
৪১ মিনিট আগে