ব্রাকসু নির্বাচনে যারা ভোটার হতে পারবেন না

প্রতিনিধি, বেরোবি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৪: ১২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না এমফিল, পিএইচডি এবং সমমানের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের গঠন ও পরিচালনা বিধিমালা–২০২৫ বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

নীতিমালার ধারা-৪-এর ২ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কোনো সান্ধ্যকালীন কোর্স যেমন এমবিএ, ইএমবিএ, এমএড অথবা কোনো পেশাদার, নির্বাহী বা বিশেষ মাস্টার্স কোর্স, এমফিল ও পিএইচডি বা সমমানের কোর্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স, ভাষা কোর্সসহ এ ধরনের অন্য প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও ব্রাকসু বা হল সংসদের সদস্য হতে পারবেন না।

বিধিমালায় আরো বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কমিশনের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিলে নির্বাচনের দিন, সময়, স্থান, আচরণবিধি চূড়ান্ত করা, মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহার ও যাচাইয়ের তারিখসহ ফল ঘোষণার সময়সূচি নির্ধারিত থাকবে।

তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, কোনো আবাসিক হলে ভোটকেন্দ্র স্থাপন করা যাবে না। প্রতিটি হলের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবনে এক বা একাধিক বুথ স্থাপন করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটাররা কেবল ওই বুথেই ভোট দিতে পারবেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন সুষ্ঠু ও দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছেন প্রশাসন। আগামীকাল শনিবার শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, ‘আমরা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের নীতিমালার স্বচ্ছতার জন্য কয়েকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক এবং কয়েকবার সংশোধনী নিয়ে এসেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন নির্বাচন বিধিমালায় স্বচ্ছতা বজায় থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় অতি শিগগিরই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বাস্তবায়ন করতে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন গঠন করা হবে। আগামী শনিবার তাদের সঙ্গে বসে বাকি বিষয়গুলো চূড়ান্ত করা হবে। শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেয়া হবে। এরপর শিক্ষার্থী সংসদ নির্বাচনের বাকি কার্যক্রমগুলো নির্বাচন কমিশনার কর্তৃক পরিচালিত হবে। নির্বাচন কমিশনারই বলতে পারবেন কবে, কিভাবে নির্বাচন সম্পন্ন করা হবে। তবে আমাদের প্রশাসন থেকে অতি দ্রুত সময়ের মধ্যে একটা স্বচ্ছ নির্বাচন শিক্ষার্থীদের উপহার দিতে চাই।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাজারীবাগে যাত্রী সেজে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা

জবিতে জাতীয় ছাত্রশক্তি নেতার পদত্যাগ নাটক, ক্যাম্পাস জুড়ে সমালোচনা

১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪

১২ বছর ধরে পৌর ভবনে বসবাস নির্বাহী কর্মকর্তার, এসির বিল দিচ্ছেন পৌরবাসী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত