চ্যাটজিপিটির ‘অ্যাটলাস’: গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কি?

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০: ৪৭
ব্রাউজার অ্যাটলাস ও স্যাম অল্টম্যান

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন ব্রাউজার ‘অ্যাটলাস’ উন্মোচন করেছে ওপেনএআই। চ্যাটজিপিটির নির্মাতা এই প্রতিষ্ঠানটি জানায়, এআই প্রযুক্তিকে আরও গভীরভাবে দৈনন্দিন অনলাইন কার্যক্রমে যুক্ত করার লক্ষ্যেই নতুন ব্রাউজারটি তৈরি করা হয়েছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ৮০০ মিলিয়নে পৌঁছেছে, যা চলতি বছরের শুরুতে ছিল ৪০০ মিলিয়ন।

বিজ্ঞাপন

অ্যাটলাসের মূল লক্ষ্য হলো প্রতিদিনের ব্রাউজিংয়ে এআইকে অন্তর্ভুক্ত করা। প্রচলিত অ্যাড্রেস বার সরিয়ে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর ইন্টারফেস। ব্যবহারকারীরা যেকোনো ওয়েবপেজে বিষয়বস্তু সংক্ষিপ্ত করা, পণ্য তুলনা বা তথ্য বিশ্লেষণের জন্য সাইডবারে চ্যাটজিপিটি চালু করতে পারবেন।

এতে রয়েছে অর্থের বিনিময়ে ‘এজেন্ট মোড’, যার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইটে অনুসন্ধান, তথ্য আদান-প্রদান, এমনকি ভ্রমণ পরিকল্পনা ও অনলাইন কেনাকাটাও সম্পন্ন করতে পারবে।

ইতোমধ্যে ওপেনএআই ই-কমার্স প্ল্যাটফর্ম এটসি, শপিফাই, এবং ভ্রমণ সেবা প্রদানকারী এক্সপেডিয়া, বুকিং ডটকমের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অ্যাটলাসের সংক্ষিপ্তসার প্রদানের নির্ভুলতা ও তথ্যসূত্র যাচাইয়ের ক্ষমতা সীমিত হতে পারে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক এলেনা সিমপার্ল বলেন, “নতুন এআই ব্রাউজারটি নির্ভরযোগ্য ও অনির্ভরযোগ্য তথ্যের পার্থক্য সবসময় বুঝতে পারে না।”

ওপেনএআই জানিয়েছে, অ্যাটলাসে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। তবে তারা স্বীকার করেছে, এজেন্ট মোডের মাধ্যমে ব্যবহারকারীর হয়ে কাজ করায় কিছু ঝুঁকি থেকে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে এটি ব্যাংকসহ সংবেদনশীল সাইটে প্রবেশ করবে না এবং ফাইল ডাউনলোড বা কোড চালানোর ক্ষমতা সীমিত থাকবে।

এছাড়া ব্যবহারকারীর ইচ্ছায় ‘ব্রাউজার মেমোরি’ ফিচার চালু বা বন্ধ রাখা যাবে। এই ফিচার ব্রাউজিং ইতিহাস সংরক্ষণ করে ভবিষ্যতে প্রাসঙ্গিক প্রম্পট প্রদর্শন করতে সক্ষম।

বিশ্লেষকদের মতে, অ্যাটলাস গুগল ক্রোমকে তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ জানাতে পারবে না, তবে এটি অনলাইন বিজ্ঞাপন বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। ওপেনএআই ভবিষ্যতে বিজ্ঞাপন প্রদর্শনের পরিকল্পনা নিলে গুগলের সার্চ বিজ্ঞাপনের শেয়ারেও প্রভাব ফেলতে পারে।

বর্তমানে ম্যাকওএস ব্যবহারকারীরা অ্যাটলাসের ফ্রি, প্লাস, প্রো ও গো সংস্করণ ব্যবহার করতে পারছেন। করপোরেট ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, শিগগিরই উইন্ডোজ ও অ্যান্ড্রয়েডে ব্রাউজারটি চালু করা হবে।

সূত্র: বিবিসি বাংলা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত