যুদ্ধবিরতি লঙ্ঘন

গাজায় ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৬: ১৮
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৬: ২৪
ছবি: বিবিসি

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মঙ্গলবার রাতভর ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এরমধ্যে ৩৫ জনই শিশু। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিকমাধ্যম ফেসবুকে বলেন, গাজা উপত্যকায় ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরাইলের ভয়াবহ হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৩৫ জনই শিশু।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই গণহত্যা মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের হত্যা করা বন্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সংস্থা ওয়াফা গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইসরাইলি সেনাবাহিনী গাজার উত্তরে ৩১ জন, মধ্যাঞ্চলে ৪২ জন এবং দক্ষিণ গাজা উপত্যকায় ১৮ জনকে হত্যা করেছে। হামলায় আহত হয়েছে বহু মানুষ।

চিকিৎসকরা আনাদোলুকে জানিয়েছেন, ইসরাইলি হামলায় ঘরবাড়ি, বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল, যানবাহন, আশ্রয়কেন্দ্র এবং তথাকথিত ‘হলুদ রেখার’ ভিতরে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি মা ও তার সন্তান নিহত হয়েছেন।

গাজার মধ্যাঞ্চলে, দেইর আল-বালাহতে একটি তাঁবুতে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন।

গাজা সিটির দক্ষিণাঞ্চলে, ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুরেইজ শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র পরিণত হওয়া একটি স্কুলে এবং একটি বাড়িতে ইসরেইলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে।

নুসেইরাত শরণার্থী শিবিরের বেশ কয়েকটি বাড়িতে হামলায় আরো পাঁচজন নিহত হয়েছেন।

এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের আরেকটি হামলায় নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু।

দক্ষিণ গাজার পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক লোকদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনজন শিশুসহ আটজন নিহত হয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো কিছুই গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলবে না।

জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সবশেষ হামলার কথা তিনি শুনেছেন। ইসরাইলিরা পাল্টা আক্রমণ করেছে।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড, আহত ৫০

খালেদ মহিউদ্দিন কেন হাসিনার সাক্ষাৎকার নিতে চান, ব্যাখ্যা করলেন পিনাকী

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো, সংশোধিত নতুন সময়সূচি প্রকাশ

১৮ বছর পর ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতল কিউইরা

শেখ হাসিনার প্লট দুর্নীতি, আত্মসমর্পণের পর রাজউক কর্মকর্তা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত