আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওয়ানডে সিরিজ

১৮ বছর পর ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতল কিউইরা

স্পোর্টস ডেস্ক

১৮ বছর পর ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতল কিউইরা
ব্লেয়ার টিকনারের উইকেট উদযাপন

বল হাতে শুরুতেই পেস ঝড় তোলেন ব্লেয়ার টিকনার। তার আগুনে বোলিংয়ে অল্পতেই আটকে যায় ইংল্যান্ড। সফরকারী ইংলিশ শিবিরের হয়ে বাকি কাজটা সেরে নেন ব্যাটসম্যানরা। রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের জোড়া হাফসেঞ্চুরিতে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড। হেসে-খেলে কিউইরা জেতে ৫ উইকেটের বড় ব্যবধানে। এবং জয় এসেছে ১০১ বল হাতে রেখেই।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ওয়ানডেতেও জিতেছিল স্বাগতিকরা। দাপুটে এ জয়ে সিরিজে মিচেল স্যান্টনাররা এগিয়ে রইল ২-০ ব্যবধানে। টানা জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেটে এনিয়ে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে কিউইরা। আর নিজেদের মাঠে সিরিজ জিতেছে তারা ১৭ বছর পর।

একদিনের ক্রিকেটে খারাপ সময়টা কিছুতেই যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। ২০২৩ বিশ্বকাপের পর ২৫ ম্যাচ খেলে এ নিয়ে হারল ১৭টি ওয়ানডেতেই। এখন কেবল জোফরা আর্চারের দাপুটে বোলিংয়ে সান্ত্বনা খুঁজতে পারে ইংল্যান্ড।

হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে যায় ইংল্যান্ড। ৮১ রান তুলতেই খুইয়ে ফেলে তারা ৫ উইকেট। ইংলিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন জেমি ওভারটন। ক্যাপ্টেন হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৩৪ রান। জো রুট দলীয় স্কোরে যোগ করেন ৩৪ রান। ম্যাচসেরা ব্লেয়ার টিকনার ৩৪ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। তাতে সফরকারীদের ব্যাটিং থামে ১৭৫ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে রাচিন রবীন্দ্রের (৫৪) ফিফটিতে জয়ের ভিত গড়ে নেয় নিউজিল্যান্ড। শেষ দিকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ড্যারিল মিচেল (৫৬*) ও মিচেল স্যান্টনার (৩৪*)। ত্রয়ী ব্যাটসম্যানের দৃঢ়তায় ৫ উইকেট হারিয়েই টার্গেট টপকে ১৭৭ রান তুলে ফেলে কিউইরা। ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন জোফরা আর্চার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ১৭৫/১০, ৩৬ ওভার (ওভারটন ৪২, ব্রুক ৩৪; টিকনার ৪/৩৪ ও স্মিথ ২/২৭)।

নিউজিল্যান্ড: ১৭৭/৫, ৩৩.১ ওভার (মিচেল ৫৬*, রবীন্দ্র ৫৪, স্যান্টনার ৩৪*; আর্চার ৩/২৩ ও ওভারটন ১/৩৬)।

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ব্লেয়ার টিকনার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন