আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুস্থদের মধ্যে ঈদের উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার

দুস্থদের মধ্যে ঈদের উপহার বিতরণ

তারা কেউ কাগজ টোকায়, কেউ বোতল টুকিয়ে বিক্রি করে। কেউ হিজড়া, অন্ধ, বধির, বিকলাঙ্গ। ঈদের সময় তাদের কারো আয় রোজগার থাকে না, ভিক্ষা করেও চলতে পারে না তখন। তাদের ভরসা মোহাম্মদ ইব্রাহীম। তিনি একজন হাফেজ ও আলেম।

বিজ্ঞাপন

প্রতি বছর পবিত্র কোরআন শিক্ষা ও নিরক্ষরতা কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচিতে আসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন ঈদের উপহার। তিনি এ কাজ শুরু করেন ১৯৭২ সালে। সেসময় রামপুরায় ওয়াবদা পাওয়ার হাউজ সংলগ্ন মোহাম্মদীয়া দারুল মাদরাসার প্রতিষ্ঠা হয়।

এবারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তার পবিত্র কোরআন শিক্ষা ও নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচির আওতায় হিজড়া শিক্ষার্থীদের মগবাজার হিজড়া কেন্দ্রে ৫ কেজি চাল, দুই কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল বিতরণ করেছেন। পরদিন ২৭ মার্চ দক্ষিণ বাড্ডা শিমুলতলা জামে মসজিদ ও তার আশেপাশে ছাত্র, ছাত্রীদের মধ্যে একই পরিমান পণ্যসামগ্রী বিলিয়েছেন। ২৮ মার্চ পণ্যসামগ্রীগুলো পল্টন রাস্তায় পড়ে থাকা বয়স্ক নারী ও পুরুষ, গরীব শিক্ষার্থীদের মধ্যে বিলিয়েছেন। ২৯ মার্চ জিয়া উদ্যানের পূর্ব গেটে দরিদ্র পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের মধ্যে একই পরিমাণ পণ্যসামগ্রী বিতরণ করেছেন। ২৯ মার্চ কারওয়ানবাজার ও বনশ্রীতে ঈদ উপহার বিলি করেছেন। ঈদের দিন পর্যন্ত তাদের সাহায্য চলতে থাকবে। সেদিন পল্টন এলাকায় গরীব, দুখী শিক্ষার্থীদের সেমাই ও ভুনা খিচুড়ি বা তেহারি খাওয়ানো হবে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের দান, অনুদানের টাকায় এই সামগ্রীগুলো কেনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...