ফ্যাসিবাদী দিনলিপি নিয়ে ঢাবিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২০: ৩৭

ফ্যাসিবাদী সময়ের নিপীড়ন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দিনলিপি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। যেখানে অংশ নিয়েছেন শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকরা।

বিজ্ঞাপন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ছিল বৃহত্তর ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ বিষয়ক ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনীর অংশ।

এসব স্থানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, রবীন্দ্র সরোবর, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী, উত্তরার মুক্তমঞ্চ ও জমজম টাওয়ার, মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গণ, বনানী এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল রামপুরা প্রান্ত। প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রদর্শিত প্রামাণ্যচিত্রগুলোতে তুলে ধরা হয়েছে বিগত ফ্যাসিবাদী সময়ের ভয়াবহ গুম, খুন, দমন-পীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামের চিত্র। পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে পরিবেশিত হয়েছে ‘জুলাইয়ের গান’- যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা প্রতিফলিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাবেয়া ইসলাম বলেন, এই প্রামাণ্যচিত্রগুলো দেখার পর মনে হয়েছে, ইতিহাস শুধু বইয়ে নয়- চিত্রের মধ্যেও রক্তের সাক্ষ্য রেখে যায়। ফ্যাসিবাদ যে কতটা নিষ্ঠুর ছিল, তা এভাবেই বোঝা যায়।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী তন্ময় রায় বলেন, আমরা যারা রাজনীতি নিয়ে পড়ি, তাদের জন্য এটা শিক্ষণীয়। এই ডকুমেন্টারিগুলো শুধু অতীত নয়, ভবিষ্যতের জন্যও সতর্কবার্তা। ফ্যাসিবাদের ইতিহাস যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে।

আয়োজকরা জানান, আমরা চাই মানুষ যেন দেখুক, বুঝুক- কীভাবে ফ্যাসিবাদ মানুষকে দমন করেছে। এই প্রদর্শনী সেই সত্য তুলে ধরারই প্রচেষ্টা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত