জাকসু নির্বাচনে ছাত্রদের কোন হলে কত ভোট কাস্ট হলো

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৫
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১১

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন।

নির্বাচনে ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি হলের মোট ভোটার এবং প্রাথমিক গণনায় কাস্ট হওয়া ভোটের চিত্র নিচে তুলে ধরা হলো:

১. আল বেরুনী হল

মোট ভোটার - ২১১

ভোট কাস্ট- ১২৫

২. কামাল উদ্দিন হল

মোট ভোটার - ৩৪১

ভোট কাস্ট - ২১৬

JU Vote 1
JU Vote 1

৩. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল

মোট ভোটার - ৯৯৩

ভোট কাস্ট - ৮১০

৪. রবীন্দ্রনাথ হল

মোট ভোটার ৩৫০

ভোট কাস্ট ২৬১

৫. শহীদ রফিক - জব্বার হল

মোট ভোটার - ৬৫৬

ভোট কাস্ট - ৪৭০

৬. মীর মশাররফ হোসেন

মোট ভোটার - ৪৬৪

ভোট কাস্ট - ৩১০

৭. মাওলানা ভাসানী হল

মোট ভোটার - ৫২১

ভোট কাস্ট - ৩৮৪

৮. শহীদ তাজউদ্দিন আহমেদ হল

মোট ভোটার - ৯৪৭

ভোট কাস্ট- ৭৫২

AMARDESH_JAKSU
AMARDESH_JAKSU

৯. ২১ নং ( ছাত্র)  হল

মোট ভোটার - ৭৪৬

ভোট কাস্ট - ৫৬০

১০. শহীদ সালাম বরকত হল

মোট ভোট-২৯৯

ভোট কাস্ট- ২২৪

১১. ১০ নং ( ছাত্র)  হল

মোট ভোটার - ৫৪১

ভোট কাস্ট - ৩৮১

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত