আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসুতে ছাত্রদের ১০ হলে শিবির সমর্থিত ভিপি জয়ী

আমার দেশ অনলাইন
ডাকসুতে ছাত্রদের ১০ হলে শিবির সমর্থিত ভিপি জয়ী

ডাকসু নির্বাচনে ছাত্রদের ১৩টি হলের মধ্যে শিবির সমর্থিতরা ভিপি পদে ১০টি, জিএস পদে ৯টি এবং ১২টি হলে এজিএস প্রার্থী জয়লাভ করেছেন। ছাত্রদল শুধু জগন্নাথ হলে ভিপি পদে জয় করেছে।

বিজ্ঞাপন

বাগছাস জিএস পদে দুটি হলে এবং ছাত্র অধিকার পরিষদ একটি হলে জয়লাভ করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ভিপি পদে দুটি হলে, জিএস এবং এজিএস পদে একটি করে হলে নির্বাচিত হয়েছেন।

মেয়েদের পাঁচটি হলের মধ্যে বাগছাস থেকে দুটি হলে ভিপি, চারটি হলে জিএস এবং তিনটি হলে এজিএস পদে নির্বাচিত হয়েছেন। বাকিরা সবাই স্বতন্ত্র পদ থেকে নির্বাচিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন