পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রেড মার্চ’ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৭

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য ৭ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন সংগ্রামে আহত-শহীদদের স্মরণে ঢাকা সহ সারাদেশে রেড মার্চ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' এর ব্যানারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট থেকে ' রেড মার্চ' কর্মসূচি শুরু হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী 'সাতরাস্তা ' দিয়ে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা জানান. 'প্রকৌশলে অধিকার আন্দোলন ' এর ব্যানারে কিছু বিএসসি শিক্ষার্থী '৩ দফা' অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে। এই সংগঠনের কিছু প্রতিনিধি পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে মামলা-হামলার হুমকি দিয়ে যাচ্ছে এবং ফেসবুকে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে নানা ধরনের মানহানিকর বক্তব্য দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তারা বলেন, বিএসসি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যকার চলমান সমস্যা নিরসনের জন্য সমন্বয় প্রয়োজন, সংঘাত নয়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকার বাইরে খুলনা, দিনাজপুর, বগুড়া, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, পটুয়াখালী, চাঁদপুর, শেরপুর, নওগাঁ পলিটেকনিক সহ দেশের প্রায় সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' এর উদ্যোগে 'রেড মার্চ' কর্মসূচি পালিত হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত