শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জন-সাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দু:খ প্রকাশ করছে।
হাদির জানাজাকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামে।
বিপুল সংখ্যক পুলিশ সদস্য জানাজা মাঠ, আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা স্থানে মোতায়েন ছিলেন। দায়িত্বরত অনেক পুলিশ সদস্যের শরীরে সংযুক্ত ছিল বডি ওর্ন ক্যামেরা, যার মাধ্যমে সার্বক্ষণিক ভিডিও ফুটেজ রেকর্ড ও সরাসরি মনিটরিং করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ফুটেজ ডিএমপির কন্ট্রোল রুমে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

