ডাকসু নির্বাচন

‘আমি নিরপরাধ মানুষ’, বললেন হাসিনার আজীবন সদস্য চাওয়া ইমি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৩: ৪৫
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২: ২৬
শেখ তাসনিম আফরোজ ইমি

বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। সোমবার বিকালে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জোট আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে।

তবে ইমিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো ভাইরাল হয়েছে তার একটি পুরোনো বিতর্কিত বক্তব্য। ২০১৯ সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন। সে সময় ভিপি নুরুল হক নুর এই প্রস্তাবের বিরোধিতা করলেও ইমি বলেছিলেন, ‘শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণেই। কৃতজ্ঞতাবশত হলেও তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’

বিজ্ঞাপন

পরে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়, যদিও নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

এই পুরোনো বক্তব্যের বিষয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন ইমি। সেখানে তিনি লেখেন, ‘২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্র খুনের নির্দেশ দাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’

amar desh- Emi 2

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত