৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৫: ২২
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৫: ৩১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং খাতে চলমান বৈষম্যের প্রতিবাদে তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ খাতে নিয়োগ ও পদোন্নতিতে বিসিএস ডিগ্রিধারী প্রকৌশলীদের প্রতি চরম বৈষম্য চলে আসছে। বিশেষ করে নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীদের নিয়মবহির্ভূত পদোন্নতি দেওয়া হলেও বিএসসি প্রকৌশলীদের জন্য এই পদ সংকুচিত হয়ে পড়েছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর তা বাতিল করে সংশ্লিষ্ট পদে ডিপ্লোমাধারীদের পদোন্নতি দেওয়া হচ্ছে, যা সংবিধানের সমতার নীতির পরিপন্থী বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা “সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো:

১. নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে (বা সমমান) প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং আবেদনকারীর অবশ্যই বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। কোনো কোটার মাধ্যমে বা ভিন্ন নামে সমমানের পদ তৈরি করে পদোন্নতি প্রদান করা যাবে না।

২. দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

৩. বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবেন না- এই মর্মে আইন প্রণয়ন করে গেজেট প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র ডিপ্লোমাধারীরা উপ-সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারেন, অথচ বিএসসি ডিগ্রিধারীরা সে সুযোগ থেকে বঞ্চিত। আবার সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাধারীদের পদোন্নতি দেওয়া হলেও সেখানে বিএসসিদের জন্য প্রবেশের দরজা সংকুচিত করা হচ্ছে। ফলে প্রকৃত যোগ্য প্রকৌশলীরা চাকরির সুযোগ হারাচ্ছেন, যা পুরো পেশাকে হুমকির মুখে ফেলছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও বলেন, রুয়েট ও কুয়েটের শিক্ষকরা যেখানে শিক্ষার্থীদের দাবির পক্ষে বিবৃতি দিয়েছেন, সেখানে বুয়েট প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তারা বুয়েট প্রশাসনের কাছ থেকে লিখিত বিবৃতি দাবি করেন, যাতে তিন দফা দাবির প্রতি একাত্মতা এবং পূর্বের বৈষম্যমূলক অবস্থানের প্রতিবাদ থাকে।

পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাবি সম্বলিত একটি চিঠি পাঠানোর আহ্বান জানানো হয়। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা রেজিস্টার বিল্ডিং থেকে মিছিল শুরু করে পলাশী মোড় ঘুরে বুয়েট শহীদ মিনারে গিয়ে সমাপ্ত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত