আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাকসু নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস

প্রতিনিধি, শাবিপ্রবি

শাকসু নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস

নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন না করার প্রজ্ঞাপন জারির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নিয়ে আশঙ্কা তৈরি হয়ে। এতে করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। এ অবস্থায় নির্বাচন নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারছে না শাকসু নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ১২ ফেব্রুয়ারির আগে কোনো নির্বাচন আয়োজন না করার। এই নিউজ শোনার পর শাবিপ্রবি ক্যাম্পাস বিক্ষোভ মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে। দীর্ঘক্ষণ আন্দোলনে শাকসু কার্যালয়ে অবস্থানের পর নির্বাচন কমিশনের কমিশনাররা আসেন। কিন্তু দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এ অবস্থায় নির্বাচন কমিশনাররা শিক্ষার্থীদের বলেছেন অপেক্ষা করতে।

এখন শিক্ষার্থীরা ও নির্বাচন কমিশনাররা শাকসু কার্যালয়ে অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিমের। তিনি আসলে কী সিদ্ধান্ত হবে তার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন