দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ২০ জানুয়ারি। সে অনুযায়ী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। কিন্তু আজ কিছুক্ষণ আগে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন আয়োজন করা যাবে না। এরই প্রেক্ষিতে শাকসু নির্বাচন স্থগিত হতে পারে বলে মন্তব্য করেছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড নজরুল ইসলাম।
দৈনিক আমার দেশকে অধ্যাপক ড নজরুল ইসলাম বলেন, ইসির এ প্রজ্ঞাপন যদি সঠিক হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সমন্বয় করে শাকসু নির্বাচন স্থগিত করা লাগতে পারে।
স্থগিতের কথা ছড়িয়ে পড়লে মুহুর্তেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করতে জড়ো হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

