ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসিক ভূমিকা এবং সন্ত্রাসবিরোধী প্রতিরোধ আন্দোলনের স্মরণে প্রতিবছর দুটি বিশেষ দিবস পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার প্রথম প্রহরে রাত সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যে ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
তিনি বলেন, “প্রতিবছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালন করা হবে। এই দিবসদ্বয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা হবে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের আন্দোলনে নারী শিক্ষার্থীরা যে সাহসিকতা দেখিয়েছেন, এই ঘোষণা তারই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।”
এর আগে শহীদ মিনার, রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হল প্রাঙ্গণে অভ্যুত্থান কেন্দ্রিক নানা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের উপভোগের জন্য এসব স্থানে স্থাপন করা হয় বড় পর্দার অডিও-ভিজ্যুয়াল ডিসপ্লে। একইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্লোগান প্রদর্শনী ও ড্রোন শোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

