নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ২১: ৪১

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ইসলামবিরোধী ও নৈতিকতা বিচ্যুত সুপারিশ প্রত্যাখ্যান এবং নারীর ডাকে মৈত্রী যাত্রার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাবি শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

প্রতিবাদ কর্মসূচিতে ‘নারী পুরুষ বাইনারি, এই শর্তেই দেশ গড়ি’, ‘যৌনকর্মী স্বীকৃতিদান, মায়ের জাতির অপমান’, ‘সমঅধিকার নয়, চাই ন্যায্য অধিকার’, ‘নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী’, ‘পতিতাবৃত্তিকে না বলি’, ‘সমতার নামে নারীর বিকৃতি চলবে না’, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই, অপসংস্কৃতি চলবে না’, ‘সে নো টু এলজিবিটিজি এজেন্ডা’ স্লোগানের প্ল্যাকার্ড ব্যবহার করেন তারা।

এ সময় ছাত্রী সংস্থার নেত্রীরা জানান, ‘এখানে তারা স্বাধীনতার নামে যে প্রস্তাবনা দিয়েছে, এতে আমাদের পারিবারিক কলহ আরো বাড়িয়ে তুলবে। তারা এখানে সাম্য প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারী-পুরুষের কিছু পার্থক্য রয়েছে। পুরুষের এমন কিছু ক্যারেক্টারিস্ট আছে, যা নারীকে দেওয়া হয়নি, আবার নারীর কিছু ক্যারেক্টারিস্ট আছে, যা পুরুষকে দেওয়া হয়নি। এ ক্যারেক্টারিস্টকে অগ্রাহ্য করে তারা ভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছে। তাই আমরা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই।’

এ সময় ধর্ম, সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত নারী সংস্কার কমিশন বাতিল, সামাজিক বাস্তবতায় বিশ্বাসী এবং দেশের অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করেন এমন প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করার দাবি জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত