প্রতিনিধি, পবিপ্রবি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং নতুন সৃষ্ট পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালে প্রণীত অর্গানোগ্রাম আজও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে হাজারো মাৎস্যবিজ্ঞান গ্র্যাজুয়েট সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান,দীর্ঘ চার বছরের পরিশ্রমে অর্জিত ডিগ্রি যেন আজ মূল্যহীন হয়ে পড়েছে। পটুয়াখালীর মতো দূরবর্তী অঞ্চলে থেকেও তারা নিরলস পরিশ্রম করে নিজেদের দক্ষ করে তুলেছেন, কিন্তু সরকারি কাঠামোয় তাদের জন্য নেই কোনো সুসংহত পেশাগত অবস্থান।
শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “সরকার যেখানে দক্ষ জনবলকে অগ্রাধিকার দিচ্ছে, সেখানে আমরা প্রয়োজনীয় দক্ষতা নিয়েও প্রাতিষ্ঠানিক অবহেলার শিকার হচ্ছি। দ্রুত নিয়োগ না হলে মৎস্য খাত থেকে মেধাবীরা সরে যেতে বাধ্য হবেন।আমরা চাই দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়নে মাৎস্যবিজ্ঞানীরা সক্রিয়ভাবে ভূমিকা রাখুক। এজন্য প্রয়োজন যথোপযুক্ত চাকরির সুযোগ এবং বাস্তবভিত্তিক নীতিনির্ধারণ।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। তিনি শিক্ষার্থীদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব। মৎস্যবিজ্ঞান অনুষদের প্রাণবন্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের ভবিষ্যতের কথা বলেনি, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির বিষয়েও সচেতনতা দেখিয়েছে—এটি অত্যন্ত ইতিবাচক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবির সঙ্গে একমত এবং সরকারের উচ্চপর্যায়ে এই দাবিগুলোর গুরুত্ব তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামও মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, আমাদের ছাত্রছাত্রীরা একটি সময়োপযোগী ও যৌক্তিক দাবি উত্থাপন করেছে। আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করব।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক। তিনি বলেন, যথাযথ পদ সৃষ্টি না হলে এই বিশেষায়িত শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে, যা ভবিষ্যতে দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং নতুন সৃষ্ট পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালে প্রণীত অর্গানোগ্রাম আজও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে হাজারো মাৎস্যবিজ্ঞান গ্র্যাজুয়েট সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান,দীর্ঘ চার বছরের পরিশ্রমে অর্জিত ডিগ্রি যেন আজ মূল্যহীন হয়ে পড়েছে। পটুয়াখালীর মতো দূরবর্তী অঞ্চলে থেকেও তারা নিরলস পরিশ্রম করে নিজেদের দক্ষ করে তুলেছেন, কিন্তু সরকারি কাঠামোয় তাদের জন্য নেই কোনো সুসংহত পেশাগত অবস্থান।
শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “সরকার যেখানে দক্ষ জনবলকে অগ্রাধিকার দিচ্ছে, সেখানে আমরা প্রয়োজনীয় দক্ষতা নিয়েও প্রাতিষ্ঠানিক অবহেলার শিকার হচ্ছি। দ্রুত নিয়োগ না হলে মৎস্য খাত থেকে মেধাবীরা সরে যেতে বাধ্য হবেন।আমরা চাই দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়নে মাৎস্যবিজ্ঞানীরা সক্রিয়ভাবে ভূমিকা রাখুক। এজন্য প্রয়োজন যথোপযুক্ত চাকরির সুযোগ এবং বাস্তবভিত্তিক নীতিনির্ধারণ।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। তিনি শিক্ষার্থীদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব। মৎস্যবিজ্ঞান অনুষদের প্রাণবন্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের ভবিষ্যতের কথা বলেনি, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির বিষয়েও সচেতনতা দেখিয়েছে—এটি অত্যন্ত ইতিবাচক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবির সঙ্গে একমত এবং সরকারের উচ্চপর্যায়ে এই দাবিগুলোর গুরুত্ব তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামও মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, আমাদের ছাত্রছাত্রীরা একটি সময়োপযোগী ও যৌক্তিক দাবি উত্থাপন করেছে। আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করব।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক। তিনি বলেন, যথাযথ পদ সৃষ্টি না হলে এই বিশেষায়িত শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে, যা ভবিষ্যতে দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
২ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
২ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
২ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
২ ঘণ্টা আগে