এমআইএসটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৭: ৪৬

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)তে এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

”এমআইএসটি এনভাইরনমেন্ট ফেস্ট ২০২৫” নামে ২৮-২৯ জুন অনুষ্ঠানের আয়োজন করে। যার প্রতিপাদ্য বিষয় ছিল “প্লাস্টিক দূষণ রোধ”।

বিজ্ঞাপন

প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন, নিবন্ধন রচনা, পরিবশে নিয়ে রচনা লেখা অনুষ্ঠিত হয়।

যা শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা মোকাবেলায় তাদের সৃজনশীল ধারণা উপস্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজ রবিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের ( আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত