স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, যা আলোচনা হলো

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ সাক্ষাতে পূজা নিরাপত্তা ছাড়াও সাম্য হত্যাকাণ্ড, তোফাজ্জল হত্যাকাণ্ড, পাহাড়ি অস্থিরতা ও ক্যাম্পাস-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আলোচনার মূল দিকগুলো তুলে ধরেন।

আলোচনায় ডাকসুর পক্ষ থেকে পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম তদারকি এবং বিশেষ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন জেলায় পূজামণ্ডপ নিয়ে শঙ্কা রয়েছে। পাশাপাশি, কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটায় এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

ডাকসুর পক্ষ থেকে প্রতিমা ভাঙচুরসহ অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ সম্ভব হবে বলেও তারা মত দেন।

প্রত্যুত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন পাওয়া গেলেও বিচার এখনো সম্পন্ন হয়নি। দ্রুততম সময়ে এ মামলা নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। একইসাথে সাম্য হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ডাকসু নেতারা।

প্রত্যুত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, অচিরেই সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রকাশ করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারও নিশ্চিত করা হবে।

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে নতুন দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শিক্ষার্থী- সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।এবারের পূজা আরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে আবারও সম্প্রীতির অনন্য নজির স্থাপিত হবে।

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত