প্রতিনিধি, জবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও সম্রাট বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযানে সহযোগিতা করে।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। একই সঙ্গে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল।
সরেজমিনে দেখা যায়, বুলডোজারের সহায়তায় সম্রাট বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা ও বিশ্ববিদ্যালয়ের ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ সভার সিদ্ধান্ত এবং প্রশাসনের আনুষ্ঠানিক চিঠির ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী প্রক্টরবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
তবে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন কয়েকটি দোকান উচ্ছেদ হওয়ায় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা অভিযোগ করেন, হঠাৎ দোকান ভেঙে ফেলার কারণে তারা বিপাকে পড়েছেন। এ সময় কিছু শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সামাল দেন প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “আমরা আশপাশের অবৈধ দোকান সরানোর পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, যা অবশ্যই অপরাধ।”
জবি প্রশাসন ও শিক্ষক সমিতি একযোগে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাটি দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছে। তাদের মতে, এ পদক্ষেপ শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও সম্রাট বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযানে সহযোগিতা করে।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। একই সঙ্গে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল।
সরেজমিনে দেখা যায়, বুলডোজারের সহায়তায় সম্রাট বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা ও বিশ্ববিদ্যালয়ের ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ সভার সিদ্ধান্ত এবং প্রশাসনের আনুষ্ঠানিক চিঠির ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী প্রক্টরবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
তবে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন কয়েকটি দোকান উচ্ছেদ হওয়ায় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা অভিযোগ করেন, হঠাৎ দোকান ভেঙে ফেলার কারণে তারা বিপাকে পড়েছেন। এ সময় কিছু শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সামাল দেন প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “আমরা আশপাশের অবৈধ দোকান সরানোর পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, যা অবশ্যই অপরাধ।”
জবি প্রশাসন ও শিক্ষক সমিতি একযোগে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাটি দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছে। তাদের মতে, এ পদক্ষেপ শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে