দাবি ছাত্র শিবিরের

বিশেষ গোষ্ঠীর মন রক্ষা করতে জকসু নির্বাচন পিছিয়েছে কমিশন

প্রতিনিধি, জবি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০: ০৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল পরিবর্তন করে ২৭ নভেম্বরের পরিবর্তে ২২ ডিসেম্বর করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, বিশেষ একটি গোষ্ঠীর মন রক্ষা করতেই নির্বাচন কমিশন ২৬ দিন নির্বাচন পিছিয়েছে।

বুধবার তফসিল ঘোষণার পরপরই জবি ক্যাম্পাসে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ছাত্রশিবির।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “একটি বিশেষ ছাত্রসংগঠনের মন রক্ষা করতেই নির্বাচন কমিশন ২৬ দিন নির্বাচন পেছিয়েছে। আমরা এ ধরনের পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানাই এবং কমিশনকে আহ্বান জানাই যেন তারা সবার মতামত বিবেচনায় নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে।”

তিনি আরও বলেন, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে, যারা ইতোমধ্যে নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রশাসন তখনই ঘোষণা দিয়েছিল যে ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু পরে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য চাপ সৃষ্টি করে। “তাদের মন রক্ষার্থেই নির্বাচন কমিশন নির্বাচন ২৬ দিন পিছিয়ে দিয়েছে,” অভিযোগ করেন তিনি।

রিয়াজুল ইসলাম আরও বলেন, “এর আগেও ডাকসু, রাকসু ও চাকসু নির্বাচন বানচালের জন্য একই গোষ্ঠী ষড়যন্ত্র করেছিল।”

তবে তিনি জানান, সার্বিক পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে এবং শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে শাখা শিবির ২২ ডিসেম্বরের তারিখ মেনে নিচ্ছে।

“আমরা আশা করবো নির্বাচন কমিশন ভবিষ্যতে পক্ষপাতমূলক আচরণ থেকে সরে এসে সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে,” বলেন শিবির সভাপতি।

সংবাদ সম্মেলনে শিবিরের শাখা সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত