খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে শিক্ষক নিয়োগের নিয়োগ যাচাই (স্ক্রুটিনি) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন—ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষক ড. কাজী হুমায়ুন কবির এবং তাকে অনিয়মে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক কামরুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় (প্রশাসন শাখা) থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সিন্ডিকেটের ২৩৪তম সভার সিদ্ধান্তের আলোকে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ড. হুমায়ন কবিরের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের স্ক্রুটিনি প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়। একই সঙ্গে ওই অনিয়ম বাস্তবায়নে সহযোগিতা করার অভিযোগে কামরুল হাসানকেও দোষী সাব্যস্ত করা হয়।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পূর্বের সকল বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা হবে। আর যদি দোষী প্রমাণিত হন, সে ক্ষেত্রে সিন্ডিকেট পরবর্তী শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করবে।
এ বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে পরবর্তীতে সরাসরি সাক্ষাতে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

