আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের গণঅনশন

প্রতিনিধি, জবি
কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের গণঅনশন

কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির শুরু হয়। এর আগে বিকেল তিনটায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা আসে।

বিজ্ঞাপন

জবি ঐক্যের পক্ষ থেকে বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যে আর পেছনে ফেরার সুযোগ নেই। আমরা বিজয় না নিয়ে ফিরে যাব না।’

জুমার নামাজের পর তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের এত সমস্যা কেন?’

তারা অভিযোগ করেন, এই আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছে।

সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আজকের গণঅনশন কর্মসূচিতে অংশ নেন। কাকরাইল মসজিদ মোড় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে।

তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন