আমীর হামজার অতিরঞ্জিত বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, ক্ষমা চাওয়ার আহ্বান

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৩
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একদল শিক্ষার্থী জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী ও বক্তা আমীর হামজার একটি বক্তব্যকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তারা হল প্রশাসনের কাছে আমীর হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা হল প্রশাসনের নিকট একটি প্রতিবাদলিপি জমা দেন। এ সময় মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজর গিফারী ইফাত, সদস্যসচিব মনসুর রাফি, যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ, মো. জনি প্রমাণিক, মোয়াজ শাহরিয়ায়সহ কয়েকজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিবাদলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমীর হামজা দাবি করেছেন যে ছাত্রশিবির ডাকসু জয়ের আগে মুহসীন হলে আজান নিষিদ্ধ ছিল। শিক্ষার্থীরা এ বক্তব্যকে "সম্পূর্ণ বানোয়াট" আখ্যা দিয়ে বলেন, মুহসীন হলের শিক্ষার্থীরা সবসময় নিয়মিতভাবে নামাজ আদায় করে আসছেন এবং আজান সংক্রান্ত এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং মুহসীন হল সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদলিপিতে শিক্ষার্থীরা আমীর হামজার বক্তব্যের নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। একই সঙ্গে তারা হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত