লাকী আক্তারের গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, জবি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০: ৩৭
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০: ৫৯

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি আক্তারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে জড়ো হন।

এ সময় শিক্ষার্থীরা, "১৩ এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান", "শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন", "ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা, তুই হাসিনা", "শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক", "১, ২,৩, ৪, শাহবাগ নো মোর", "শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না" স্লোগান দেন।

এই সময় সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা করেছে। এই জগন্নাথের মাটি থেকে লাকি আক্তারকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আসরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সাথে মিশিয়ে দেয়ার জন্য এক ঝাঁক ভারতীয় হায়েনা মাঠে নেমেছে।

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, আমরা দেখেছি, ২০১৩ সালে যেই লাকি আক্তাররা, ইমরান এইচ সরকাররা দেশের জনগণকে জিম্মি করে এক নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত