জেএনআরএফ বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৫: ৫২
জেএনআরএফ বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

জেএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেসে (ZNRF University of Management Sciences) ‘জুলাই বিপ্লব স্মরণ দিবস’ উপলক্ষে এক আবেগঘন কর্মসূচির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এ কর্মসূচি পালন করা হয়

বিজ্ঞাপন

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। অনুষ্ঠানটি আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সামনের সারির কয়েকজন সংগঠক, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্তমান প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না— এই আলো নিভে যাবে না।’

অনুষ্ঠানজুড়ে ছিল প্রতিবাদী গান, কবিতা পাঠ এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মুহূর্ত, যেখানে শিক্ষার্থীরা বলেন—“এই আন্দোলন শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের পথ দেখায়।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জুবায়দুর রহমান বলেন, ছাত্ররা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যেমনি তারা প্রতিবাদ করতে জানে তেমনি তাদের তারুণ্যের শক্তি জ্ঞানে প্রজ্জ্বলিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বিশ্বে তাদের জ্ঞান নিয়ে একজন আদর্শবান নেতা হতে পারে, আমি সেই আশা করি।

কর্তৃপক্ষ জানায়, এই কর্মসূচি জেএনআরএফ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত