আমার দেশ ডেস্ক
জেএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেসে (ZNRF University of Management Sciences) ‘জুলাই বিপ্লব স্মরণ দিবস’ উপলক্ষে এক আবেগঘন কর্মসূচির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এ কর্মসূচি পালন করা হয়
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। অনুষ্ঠানটি আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সামনের সারির কয়েকজন সংগঠক, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্তমান প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না— এই আলো নিভে যাবে না।’
অনুষ্ঠানজুড়ে ছিল প্রতিবাদী গান, কবিতা পাঠ এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মুহূর্ত, যেখানে শিক্ষার্থীরা বলেন—“এই আন্দোলন শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের পথ দেখায়।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জুবায়দুর রহমান বলেন, ছাত্ররা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যেমনি তারা প্রতিবাদ করতে জানে তেমনি তাদের তারুণ্যের শক্তি জ্ঞানে প্রজ্জ্বলিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বিশ্বে তাদের জ্ঞান নিয়ে একজন আদর্শবান নেতা হতে পারে, আমি সেই আশা করি।
কর্তৃপক্ষ জানায়, এই কর্মসূচি জেএনআরএফ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।
জেএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেসে (ZNRF University of Management Sciences) ‘জুলাই বিপ্লব স্মরণ দিবস’ উপলক্ষে এক আবেগঘন কর্মসূচির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এ কর্মসূচি পালন করা হয়
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। অনুষ্ঠানটি আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সামনের সারির কয়েকজন সংগঠক, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্তমান প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না— এই আলো নিভে যাবে না।’
অনুষ্ঠানজুড়ে ছিল প্রতিবাদী গান, কবিতা পাঠ এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মুহূর্ত, যেখানে শিক্ষার্থীরা বলেন—“এই আন্দোলন শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের পথ দেখায়।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জুবায়দুর রহমান বলেন, ছাত্ররা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যেমনি তারা প্রতিবাদ করতে জানে তেমনি তাদের তারুণ্যের শক্তি জ্ঞানে প্রজ্জ্বলিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বিশ্বে তাদের জ্ঞান নিয়ে একজন আদর্শবান নেতা হতে পারে, আমি সেই আশা করি।
কর্তৃপক্ষ জানায়, এই কর্মসূচি জেএনআরএফ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে