ইবি প্রক্টর হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পেলেন ড. শাহীনুজ্জামান

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান।

বিজ্ঞাপন

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. শাহীনুজ্জামানের বর্তমান দায়িত্বের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে তাকে পুনরায় এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য । এ সময় তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ৫ আগষ্ট পরবর্তী প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ২০২৪ সালের অক্টোবরে নিয়োগ পান অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত