অনিবার্য কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।
রোববার বেলা দুইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থী ও ছাত্রনেতারা। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। পরবর্তীতে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ইয়াশিরুল কবীর, খেলাফত ছাত্র মজলিশের সভাপতি সাদেক খান, সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডলসহ শতাধিক শিক্ষার্থী।
বক্তব্য প্রদানকালে জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ চালুর পর থেকে আজ পর্যন্ত আমাদের পর্যাপ্ত শিক্ষক ও ক্লাসরুম দেওয়া হয়নি। মাত্র দুজন শিক্ষক ছিলেন যারা কঠোর পরিশ্রম করে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যখন আশায় বুক বাঁধলাম তখনই এই নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আপনারা বোর্ড স্থগিত করেছেন কিনা তা প্রশাসনের কাছে জানতে চাই। ভিসি স্যার শিক্ষক সংকট তো কাটাতেই পারেননি উল্টো যেখানে সুযোগ রয়েছে সেগুলোও বন্ধ করে দিচ্ছেন।
এছাড়া তিনি নিয়োগ বোর্ড বন্ধের কারণ জানতে চেয়ে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
শাখা ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত হবে। আওয়ামী আমলে দেখছি নিয়োগ পছন্দমতো না হলে বন্ধ হয়ে যেত। কাদের ইন্ধনে আজকের নিয়োগ স্থগিত হয়েছে তাদের মুখোশ উন্মোচন করুন। কারা আজকের নিয়োগ বোর্ড স্থগিত করলো তা আমরা জানতে চাই। আপনি প্রকাশ করতে না পারলে শিক্ষার্থীরা তাদের খুঁজে বের করে সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, কোনো দল ও মতের চাপে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়নি। শিক্ষক নিয়োগ বোর্ডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত থাকার কারণে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। তবে খুব শীঘ্রই এই স্থগিত হওয়া শিক্ষক নিয়োগ বোর্ডের তারিখ ঘোষণা করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

