মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘বিজয় সাইকেল র্যালি’ আয়োজন করেছে। মঙ্গলবার ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ফুলার রোড, শহীদ মিনার ও টিএসসি প্রদক্ষিণ করে পুনরায় ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আজকের সাইকেল র্যালির মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই- আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সকলের কমন শত্রু ভারত এবং পতিত ফ্যাসিস্টরা, যারা গত ৫৪ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি-খুনি হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে এবং ভারতের সঙ্গে পররাষ্ট্র সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে।
এ সময় ডাকসুর সদস্য রায়হান উদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে ডাকসু বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক কর্মসূচি আয়োজন করছে। আজকের এই সাইকেল র্যালি সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

