রাকসু নির্বাচন

কারা জরিপ করেছে, জানে না শিক্ষার্থীরা : এজিএস প্রার্থী এশা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্ভাব্য ফলাফল নিয়ে ডাকসু, জাকসু ও চাকসুর মতো জরিপ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার’। এই জরিপের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানেনা বলে দাবি করেছেন এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে সাংবাদিকদের সাথে আলাপের সময় এমন দাবি করেন তিনি।

ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা বলেন, কারা জরিপ করেছে? কাদের নিয়ে জরিপ করেছে? আবার ৪৫% শিক্ষার্থী এখনও জানে না কাকে ভোট দিবে। এমন জরিপ কারা করেছে, কি উদ্দেশ্যে করেছে, সেই বিষয় আপনারা সাংবাদিকরা তদন্ত করে উদঘাটন করেন। এই যে, জরিপ করে একদলকে নাকি ৪৯% শিক্ষার্থীরা সমর্থন দিয়েছে। তাহলে আগামীকাল নির্বাচন করার প্রয়োজন কি? তাদেরকে অগ্রীম বিজয়ী ঘোষণা করে দিলেই তো হয়ে যায়। আমরা আশা করছি এই জরিপ নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না। আগামীকাল শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করবে বলে আমরা আশাবাদী।

জানা যায়, রাকসু নির্বাচন নিয়ে জরিপ পরিচালনা করেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। জরিপে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ শিক্ষার্থী মনে করে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ভিপি পদে বিজয়ী হবে, ১০ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী মনে করে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হবে, ২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী মনে করে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিজয়ী হবে, ১ শতাংশ মনে করে ছাত্রঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী বিজয়ী হবে। অন্যান্য প্রার্থী বিজয়ী হবে মনে করে শূন্য দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী এবং মতামত নেই বলে জানিয়েছেন ৩৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী।

জরিপে অংশগ্রহণকারী মোট ১ হাজার ২৮৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৪০দশমিক ৪ শতাংশ নারী, ১৩ দশমিক ২ শতাংশ অমুসলিম, ২ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরমধ্যে ৭৯ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাত্র ৮৬ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৬৯ দশমিক ৪ শতাংশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত