ইবি শিক্ষার্থীদের জন্য আসছে ‘স্টুডেন্ট অ্যাপ’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৩: ৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ‘ডিজিটাল পেমেন্ট সিস্টেম’-এর দাবি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার প্রস্তাবনায় এসেছে ডিজিটাল পেমেন্ট সুবিধাসহ নানাবিধ আধুনিক ফিচার সংবলিত ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামে স্টুডেন্ট অ্যাপ।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিমানের অনুমোদিত অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ‘এক্সিলেন্ট সফট’ সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মোবাইল অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) উভয় প্ল্যাটফর্মে তৈরি করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ওই প্রতিষ্ঠানের সিস্টেম এনালিস্ট ফারুক মুত্তাকিন জানান, অ্যাপটিতে থাকবে মাল্টি-চ্যানেল পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেটেড। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিকাশ, এম-ক্যাশ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা এবং ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে তাদের শিক্ষা-সংশ্লিষ্ট যাবতীয় ফি সহজেই প্রদান করতে পারবে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই https://iu.excellent-soft.net লিঙ্কের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশনের একটি ডেমো ভার্সন প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কয়েকজন ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা এবং সাংবাদিক এটা পরীক্ষা করেছেন । এর সহজ ব্যবহার যোগ্যতা ও সফল পেমেন্ট সিস্টেমের জন্য সবাই এর প্রশংসা করেছেন ।

বর্তমান ছাত্রছাত্রী ও সাবেক শিক্ষার্থীদের জন্য অ্যাপটিতে থাকতে পারে ইনোভেটিভ ফিচার ‘আইইউ কমিউনিটি’, যার মাধ্যমে পুরোনো ও নতুন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরো দৃঢ় হবে—এক ধরনের ডিজিটাল মিলনমেলার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এটি।

অ্যাপটিতে ফি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক তথ্য, নোটিশ, রেজাল্ট, ও প্রশাসনিক সেবা সংক্রান্ত তথ্যও পর্যায়ক্রমে পাওয়া যাবে, যা বিশ্ববিদ্যালয়জীবনকে আরো সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

প্রস্তাবিত অন্যান্য ফিচারসমূহ:

১. ওয়েব ও মোবাইল উভয় প্ল্যাটফর্মে সুবিধা

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় ভার্সন থাকতে পারে। পাশাপাশি ওয়েবসাইট থেকেও লগইন করে ফি প্রদানসহ অন্যান্য সেবা গ্রহণ করা যাবে।

২. সহজ একাউন্ট সেটআপ

শিক্ষার্থীরা আইডি কার্ডে থাকা রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেই প্রথমবার একাউন্ট তৈরি করতে পারবে। এছাড়া , হল এডমিন, ডিমার্ট্মেন্ট এডমিন, আইসিটি সেল সহ দায়ীত্বশীল যে স্টুডেন্ট একাউন্ট সেটাপ করে দিতে পারবে ।

৩. ডিজিটাল সার্টিফিকেট সেবা

পরীক্ষার প্রবেশপত্র রেজাল্ট অনলাইনেই পাওয়া যাবে, এছাড়া নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট বা সনদপত্রের (হার্ড কপি) জন্য অনলাইনে অর্ডার করা যাবে এবং তা ই-কুরিয়ার এর মাধ্যমে শিক্ষার্থীদের সারা দেশের যে কোনো ঠিকানায় পৌঁছে যাবে। সংশোধনের আবেদনও করা যাবে।

৪. রিয়েল-টাইম নোটিফিকেশন

বিশ্ববিদ্যালয়ের সব নোটিশ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে।

৫. স্ট্রাকচারাল অ্যাকাউন্ট সিস্টেম

বিভাগ, হল, কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ইউনিটের জন্য আলাদা অ্যাকাউন্ট স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এতে একাউন্ট ভিত্তিক আয় সহজে ট্র্যাক করা যাবে ।

৬. রিকনসিলিয়েশন ও ডেটা অডিট

প্রতিটি ট্রানজ্যাকশন স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে। গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের ডেটা ও ব্যাংক ডিপোজিট তথ্যের সঙ্গে মিলিয়ে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে রিকনসিলিয়েশন সম্পন্ন করবে। পাশাপাশি ডেটা অডিট ফিচার প্রতিটি কার্যক্রমের নিরাপদ রেকর্ড সংরক্ষণ করবে।

৭. উচ্চমানের সার্ভার সুরক্ষা

সফটওয়্যারটি অ্যামাজনের হাই-কনফিগার ক্লাউড সার্ভারে রান হচ্ছে, ফলে দেশের অভ্যন্তরে ঝড়, অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলেও সেবায় কোনো প্রভাব পড়বে না।

৮. ২৪ ঘণ্টা ডেটা ব্যাকআপ সুবিধা

প্রতিদিন নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ ডেটা ব্যাকআপ নেওয়া হয়, যা সিস্টেমকে নিরাপদ ও নির্ভরযোগ্য রাখে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত