আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাবিতে পোষ্য কোটা বাতিলে গণ অনশনের হুঁশিয়ারি

প্রতিনিধি, জাবি
জাবিতে পোষ্য কোটা বাতিলে গণ অনশনের হুঁশিয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় 'অযৌক্তিক' পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। আগামী তিনদিনের মধ্যে দাবি মেনে না নিলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, 'পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তত একটা চাকরির ব্যবস্থা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এমন হাজারো শিক্ষার্থী আছে যাদের বাবা কৃষক কিংবা শ্রমিক। তাহলে তাদের সাথে সব থেকে বড় বৈষম্য করছে প্রশাসন। আমরা আগামী তিন দিন বিশ্ববিদ্যালয়ের হলে, বিভাগে গণসংযোগ করব। এর মধ্যে প্রশাসন তাদের অবস্থান পরিষ্কার না করলে গণ অনশনে যাব আমরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর তুলেই একজন পোষ্য ভর্তির সুযোগ পাচ্ছে। অথচ দেশের কৃষক-শ্রমিকদের সন্তানরাও মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাই আমরা মনে করি, পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়গুলোতে বৈষম্য তৈরি করছে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিত গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামের কোনো কোটা থাকতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জাবির ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করতে হবে, অন্যথায় সচেতন শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো।'

উল্লেখ্য আগামী ৯ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন