রাকসু নির্বাচনে ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের বিকল্প ক্যাম্প

রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা শেষ মুহূর্তে বাড়ছে। নির্বাচনে অংশ নিতে ছাত্রদল ক্যাম্পাসের বাইরে বিকল্পভাবে ক্যাম্প স্থাপন করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে বিনোদপুর ও কাজলা গেটে দুটি পৃথক ক্যাম্প তৈরি করেছে।

ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে প্রবেশে নানা বাধা থাকায় তারা বাইরে থেকেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। এই দুটি ক্যাম্পে প্রার্থীরা ও কর্মীরা নির্বাচনী কৌশল নির্ধারণ করবেন এবং প্রচারণার সামগ্রী প্রস্তুত করবেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত