আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

ঢাকা কলেজ প্রতিনিধি

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদল কেক কাটাসহ যেকোনো ধরনের আনন্দ উৎসব পরিহার করে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতের প্রথম প্রহরে ১২:৩০ মিনিটে ঢাকা কলেজের শহীদ ফরহাদ ছাত্রাবাসে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান এবং সদস্য সচিব মিল্লাত হোসেনসহ অন্যান্য যুগ্ম-আহ্বায়ক ও আহ্বায়ক সদস্যবৃন্দ।

তাদের এই ব্যতিক্রমী আয়োজনের ব্যাপারে জানতে চাইলে আহ্বায়ক পিয়াল হাসান বলেন, “প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ যেকোনো ধরণের আনন্দ উৎসব করতে দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ নিষেধ করেছেন। তাই আমরা পরিকল্পনা করেছি মাদ্রাসা কিংবা এতিমখানায় খাবার ও উপহার সামগ্রী বিতরণ করার। কিন্তু দুঃখজনক বিষয়, আমার কলেজ এরিয়াতে কোন মাদ্রাসা বা এতিমখানা নেই। তাই আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি।”

এ সম্পর্কে সদস্য সচিব মিল্লাত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, “ছাত্রাবাসগুলোতে অনেক শিক্ষার্থী, কর্মচারী এবং স্টাফ রয়েছেন যাদের পর্যাপ্ত শীতের পোশাক নেই। সুতরাং আমরা যদি প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে তাদের পাশে থেকে সামান্য উপহার দিতে পারি, তাহলে তা আমার জন্য অত্যন্ত আনন্দের।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...