আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গকসু নির্বাচন

ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন

প্রতিনিধি, জাবি
ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. নির্জন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। এতে এই ছাত্রদল নেতা মাত্র এক ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ প্রার্থির মধ্যে নির্জন পান এক ভোট। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন। নির্বাচনে মোট ভোটার ছিল ৪ হাজার ৭৬১ জন।

বিজ্ঞাপন

গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হন নির্জন।

Amardsh_a

এর আগে গকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নেন নির্জন। তবে ভোটের আগের দিন বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছেন এবং প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন। কিন্তু ততক্ষণে প্রার্থিতা প্রত্যাহার শেষ সময়ও চলে গিয়েছিল।

এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণের পর থেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেন ছাত্রদল নেতারা। রাতে ফলাফল ঘোষণার সময় তারা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বহিরাগতদের নিয়ে জড় হন এবং বিক্ষোভ করেন। তখন ‘ফলাফল মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ক্যাম্পাসের ভেতর প্রবেশের চেষ্টা করেন, কিন্তু পুলিশের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন