গকসু নির্বাচন
প্রতিনিধি, জাবি
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. নির্জন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। এতে এই ছাত্রদল নেতা মাত্র এক ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ প্রার্থির মধ্যে নির্জন পান এক ভোট। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন। নির্বাচনে মোট ভোটার ছিল ৪ হাজার ৭৬১ জন।
গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হন নির্জন।
এর আগে গকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নেন নির্জন। তবে ভোটের আগের দিন বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছেন এবং প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন। কিন্তু ততক্ষণে প্রার্থিতা প্রত্যাহার শেষ সময়ও চলে গিয়েছিল।
এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণের পর থেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেন ছাত্রদল নেতারা। রাতে ফলাফল ঘোষণার সময় তারা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বহিরাগতদের নিয়ে জড় হন এবং বিক্ষোভ করেন। তখন ‘ফলাফল মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ক্যাম্পাসের ভেতর প্রবেশের চেষ্টা করেন, কিন্তু পুলিশের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হন।
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. নির্জন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। এতে এই ছাত্রদল নেতা মাত্র এক ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ প্রার্থির মধ্যে নির্জন পান এক ভোট। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন। নির্বাচনে মোট ভোটার ছিল ৪ হাজার ৭৬১ জন।
গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হন নির্জন।
এর আগে গকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নেন নির্জন। তবে ভোটের আগের দিন বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছেন এবং প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন। কিন্তু ততক্ষণে প্রার্থিতা প্রত্যাহার শেষ সময়ও চলে গিয়েছিল।
এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণের পর থেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেন ছাত্রদল নেতারা। রাতে ফলাফল ঘোষণার সময় তারা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বহিরাগতদের নিয়ে জড় হন এবং বিক্ষোভ করেন। তখন ‘ফলাফল মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ক্যাম্পাসের ভেতর প্রবেশের চেষ্টা করেন, কিন্তু পুলিশের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে