ঢাবি সংবাদদাতা
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশে এখনো একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
মঙ্গলবার পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ‘স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে একটি আনন্দ র্যালি বের করে সাদা দল। র্যালিটি রাজু ভাস্কর্য ঘুরে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির শুরুতেই জুলাই অভ্যুত্থান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অধ্যাপক আব্দুস সালাম বলেন, “গত বছরের এই সময়ে স্বৈরাচার পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ১৭ বছরের দুঃশাসন, দমন-পীড়ন আর দুর্নীতির ফলে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। মানুষ বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু এক বছর পার হলেও সেই স্বপ্ন পূরণ হয়নি। এখনো সমাজে বৈষম্য টিকে আছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজকের দিনটি আমাদের জন্য স্বপ্নের দিন। আমরা কখনো ভাবিনি হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। তবে আমাদের লড়াই কেবল ক্ষমতার বদলের জন্য নয়, একটি ইনক্লুসিভ বাংলাদেশের জন্য। মুক্তিযুদ্ধের মতো যেন ২০২৪ সালের আন্দোলনের মালিকানাও গুটিকয়েক মানুষের হাতে চলে না যায়, সেটাই চাই।”
ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, “যে লক্ষ্যে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছেন, তা এখনো পূরণ হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “গত বছর এই দিনে আমরা কারফিউ ভেঙে রাস্তায় দাঁড়িয়েছিলাম। সেই আত্মত্যাগের ইতিহাস আজও আমাদের অনুপ্রাণিত করে।”
সমাবেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ.বি.এম. ওবাইদুল ইসলাম বলেন, “৫ আগস্ট ছিল একটি অভ্যন্তরীণ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিজয়ের দিন। এটি শুধু বিজয়ের নয়, গণতন্ত্রের শক্তি ও জনগণের সাহসের প্রতীক।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, “শেখ হাসিনার পদত্যাগ ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মোড় পরিবর্তনের ঘটনা। এই দিনটি গণতন্ত্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের নেতৃত্বে দেশ হবে ফ্যাসিবাদমুক্ত।”
সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টে নিহত ১৪শ’ শহীদ ও ৩০ হাজার আহত আন্দোলনকারীর প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের ত্যাগের স্বীকৃতি নিশ্চিতের আহ্বান জানান।
অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “আমরা রাস্তায় নেমেছিলাম একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন নিয়ে। স্বাধীনতা যুদ্ধের আদর্শ যেভাবে গুটিকয়েক মানুষের হাতে বন্দী হয়েছিল, সেভাবে যেন নতুন আন্দোলনের মালিকানাও কারো একক হয়ে না যায়, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।”
সমাবেশে সাদা দলটির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশে এখনো একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
মঙ্গলবার পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ‘স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে একটি আনন্দ র্যালি বের করে সাদা দল। র্যালিটি রাজু ভাস্কর্য ঘুরে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির শুরুতেই জুলাই অভ্যুত্থান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অধ্যাপক আব্দুস সালাম বলেন, “গত বছরের এই সময়ে স্বৈরাচার পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ১৭ বছরের দুঃশাসন, দমন-পীড়ন আর দুর্নীতির ফলে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। মানুষ বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু এক বছর পার হলেও সেই স্বপ্ন পূরণ হয়নি। এখনো সমাজে বৈষম্য টিকে আছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজকের দিনটি আমাদের জন্য স্বপ্নের দিন। আমরা কখনো ভাবিনি হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। তবে আমাদের লড়াই কেবল ক্ষমতার বদলের জন্য নয়, একটি ইনক্লুসিভ বাংলাদেশের জন্য। মুক্তিযুদ্ধের মতো যেন ২০২৪ সালের আন্দোলনের মালিকানাও গুটিকয়েক মানুষের হাতে চলে না যায়, সেটাই চাই।”
ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, “যে লক্ষ্যে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছেন, তা এখনো পূরণ হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “গত বছর এই দিনে আমরা কারফিউ ভেঙে রাস্তায় দাঁড়িয়েছিলাম। সেই আত্মত্যাগের ইতিহাস আজও আমাদের অনুপ্রাণিত করে।”
সমাবেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ.বি.এম. ওবাইদুল ইসলাম বলেন, “৫ আগস্ট ছিল একটি অভ্যন্তরীণ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিজয়ের দিন। এটি শুধু বিজয়ের নয়, গণতন্ত্রের শক্তি ও জনগণের সাহসের প্রতীক।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, “শেখ হাসিনার পদত্যাগ ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মোড় পরিবর্তনের ঘটনা। এই দিনটি গণতন্ত্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের নেতৃত্বে দেশ হবে ফ্যাসিবাদমুক্ত।”
সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টে নিহত ১৪শ’ শহীদ ও ৩০ হাজার আহত আন্দোলনকারীর প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের ত্যাগের স্বীকৃতি নিশ্চিতের আহ্বান জানান।
অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “আমরা রাস্তায় নেমেছিলাম একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন নিয়ে। স্বাধীনতা যুদ্ধের আদর্শ যেভাবে গুটিকয়েক মানুষের হাতে বন্দী হয়েছিল, সেভাবে যেন নতুন আন্দোলনের মালিকানাও কারো একক হয়ে না যায়, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।”
সমাবেশে সাদা দলটির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৬ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৯ ঘণ্টা আগে